কাঁথি লোকসভা কেন্দ্রে তৃনমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে নির্বাচনী সভায় সুব্রত বক্সি

0

HnExpress অর্নব দেবনাথ, পূর্ব মেদিনীপুর : আজকে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরির নেতৃত্বে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয় রামনগর আর এস এ ময়দানে। এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি, রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্য বন ও পর্যটন বিভাগের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান অখিল গিরি, পটাশপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী জ্যোর্তিময় কর। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জেলা পরিষদের সদস্য, সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি, অঞ্চল প্রধান ও স্থানীয় নেতৃত্ব বৃন্দ।সুব্রত বক্সি এই জনসভায় মমতা ব্যানার্জির প্রত্যেকটি প্রকল্পের কথা স্ব বিস্তারিত ভাবে তুলে ধরেন যেখানে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। এই জনসভায় বিপুল পরিমাণে মানুষজনকে দেখে বিধায়ক অখিল গিরি ও সুপ্রকাশ গিরিকে অভিনন্দন জানান। এদিন তিনি বলেন মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী, যিনি সারা ভারতকে রাস্তা দেখাবে আগামীদিনে দুর্ণীতি মুক্ত ভারতবর্ষ গড়তে, প্রগতিশীল কেন্দ্রীয় সরকার গড়তে। যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ভারতবর্ষের সেরা মুখ্যমন্ত্রী, আবার যার প্রকল্প বিশ্বের মঞ্চে তিনবার শিরোপা পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের ৪২ জন প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

%d bloggers like this: