কাঁথির ভগবানপুরের ২নং ব্লকে নির্বাচনী কর্মীসভা
HnExpress অর্নব দেবনাথ, ভগবানপুর ব্লক – ২ : ভগবানপুর এর ২ নং ব্লকে বাসুদেব বেড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের ডাকে কাঁথি লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে শুরু হয় নির্বাচনী কর্মীসভা। এই সভায় উপস্থিত ছিলেন ভগবানপুর ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী কাজল বর্মন,ভগবানপুর ২নং ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ অমিত কুমার দাস, বাসুদেববেড়িয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা বাসুদেববেড়িয়া ৮ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপঙ্কর খাটুয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বাসুদেববেড়িয়া ৮ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজকুমার কয়াল, বাসুদেব বেড়িয়া তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি তথা মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় কলেজ তৃনমূল ছাত্রপরিষদের ইউনিট সভাপতি মহাদেব মাইতি, বাসুদেব বেড়িয়া অঞ্চল তৃনমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ব্রততী খাঁটুয়া, মুগবেড়িয়া কলেজের তৃনমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দেবব্রত প্রধান প্রমুখ।