কাঁচরাপাড়া কলেজে নলেজ ফেয়ার চলাকালীন সিলিং ফ্যান ভেঙে আহত দুই ছাত্রী

HnExpress নিজস্ব প্রতিনিধি, কাঁচরাপাড়া : ২৬ এবং ২৭ সেপ্টেম্বর কাঁচরাপাড়া কলেজে আয়োজিত হয় নলেজ ফেয়ার উৎসব। উদ্যোক্তা কাঁচরাপাড়া কলেজের ছাত্র ইউনিয়ন। ২৬ তারিখ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাঁচরাপাড়া পুরসভার উপপ্রধান মাখন সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন বীজপুর যুব তৃণমূল কনভেনর সুজিত দাস, হালিশহর পুরসভার প্রধান অংশুমান রায়।
কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ তারিখ উৎসবের মাঝেই হঠাৎ বিপত্তি ঘটে। কলেজের সিলিং ফ্যানের ব্লেড ভেঙে পড়ে আহত হয় দুই ছাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়। জানা গেছে, তাদের আঘাত গুরুতর নয়।
নলেজ ফেয়ারের কনভেনর নির্ভীক চ্যাটার্জি এবং কলেজের ছাত্র সংগঠনের সম্পাদক গৌরব সাহা। প্রথম দিনের অনুষ্ঠানে ছিল বীজপুর ও তার সংলগ্ন স্কুলগুলিকে নিয়ে সায়েন্স এগজিবিশন, কলেজ পড়ুয়াদের নিয়ে আর্ট অ্যান্ড ক্রাফট প্রদর্শনী। যেখানে পড়ুয়ারা তাদের নিজের হাতে তৈরি কাজ প্রদর্শন করতে পেরেছে। এছাড়াও নজর কেড়েছে কলেজের ফুড অ্যান্ড নিউট্রশন বিভাগের পড়ুয়ারা স্বাস্থ্যসম্মত হাইজেনিক খাবার তৈরি করে পরিবেশন করেছে। কলেজ সম্পাদক জানান, এর আগে এরকম অনুষ্ঠান কখনো হয়নি, এবার প্রথম বর্ষ। সবচেয়ে উল্লেখযোগ্য যে তৃতীয় বর্ষ এবং পাশ আউট ছাত্র-ছাত্রীদের সরাসরি ইন্টারভিউ নিয়েছে নানান কোম্পানি। যেখানে তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে। দ্বিতীয় দিনে আয়োজিত হয় পুরষ্কার বিতরণ। এদিনই হঠাৎ পাখার ব্লেড খুলে পড়ে আহত হয় প্রথম বর্ষের দুই ছাত্রী।
যদিও নতুন ধরনের এই দৃষ্টান্তমুলক কাজকে প্রশংসা জানিয়েছেন সকলেই।
ছবি : অরিজিৎ ব্যানার্জি।