September 9, 2024

কাঁচরাপাড়ায় ঝুম্বা ড্যান্সের সূচনা করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : আজ ২৯ সেপ্টেম্বর শনিবার কাঁচরাপাড়ার জোড়ামন্দির এলাকায় কর্ণেলিয়া কলাকেন্দ্র-র নতুন ড্যান্সরুম ও ঝুম্বা ড্যান্সের সূচনা করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার। সান্ধ্যকালীন এই অনুষ্ঠান স্কুলের ছাত্রছাত্রীদের নতুন করে অনুপ্রাণিত করল সন্দেহ নেই। শ্রীলা নিজেও এমন একটি ঘরোয়া অনুষ্ঠানে আসতে পেরে গর্বিত বলে মন্তব্য করেন। বলেন, আমি আজ নিজেও সমৃদ্ধ হলাম। সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় শ্রীলা বলেন, এখনকার অভিভাবকদের ধারণা তাঁর সন্তান নাচ-গান-সাঁতার-যোগা সব শিখবে। আমি নিজেও একমাত্র সন্তান ছিলাম। সবই ছোট বয়সে অনুশীলন করতে হয়েছে স্বভাবতই। তবে অভিনয় জগতে এসে এর সবকটাই কাজে লেগেছে। তিনি এই নৃত্যশিক্ষা কেন্দ্রের নবতম সংযোজন ঝুম্বা-র ভূয়সী প্রশংসা করেন। বলেন, বিভিন্ন নাচের সঙ্গে প্রতিষ্ঠানটি এই পদ্ধতি যুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করল। তিনি আরও বলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা মায়েরা সুযোগের অভাবে নৃত্যের অনুশীলনের সুযোগ পাননি তাঁরা উপকৃত হবেন কেন্দ্রের নতুন বিভাগের দৌলতে।

কর্ণেলিয়া কলাকেন্দ্রের অধ্যক্ষা টুম্পা সিংহ জানান, কাঁচরাপাড়া অন্চলে এধরনের পরিকল্পনা এই প্রথম। এখানে ছোট ছোট ছাত্রছাত্রীর সংগে তাদের মায়েরাও অনুশীলনের সুযোগ পাবেন। প্রসঙ্গত, এই পদ্ধতির নৃত্যের তালিম দেবেন কর্ণেলিয়ার সহোদরা তনয়া চৌধুরী। সম্পূর্ণ অনুষ্ঠানটি সন্চালনা করেন সুমন আচার্য। কচিকাঁচাদের সঙ্গে মিলেমিশে যথারীতি কেক কেটে, প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীলা। এদিন বীজপুর অন্চলের বিশিষ্ট সাংবাদিকদের সম্মাননা জানানো হয়।

Advertisements

Leave a Reply