September 10, 2024

অধিকার যাত্রায় কাঁচরাপাড়ার পথে নামল বামেরা

0
Advertisements

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : সারা রাজ্যে বামপন্থী সংগঠন বিপিএমও শুরু করেছে অধিকার যাত্রা। আজ বুধবার, বিপিএমও-র কাঁচরাপাড়া শাখা অনুষ্ঠিত করে এই অধিকার যাত্রা। এই যাত্রায় অংশ নেয় এলাকার বামপন্থী নানা সংগঠন; যেমন বিএসএনএল কর্মচারী সমিতি, রেলওয়ে পেনশনার্স অ্যাসোসোশিন, পুর ও স্বাস্থ্য কর্মচারী সমিতি, বিভিন্ন বামপন্থী ছাত্র-যুব ও মহিলা সংগঠন। হাজির ছিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক নির্ঝরিনী চক্রবর্তী, সিপিআইএম-এর কাঁচরাপাড়া শাখার প্রাক্তন সম্পাদক শম্ভু চ্যাটার্জি, প্রবীণ ট্রেড ইউনিয়ন নেতা শুভেন্দু মুখার্জি, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন প্রধান শঙ্কর বসাক, সুধীর দত্ত, কাজল মজুমদার, গৌরী চ্যাটার্জি, তনু দে-সহ একঝাঁক বামপন্থী নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।
কাঁচরাপাড়ার সার্কাস ময়দান থেকে শুরু হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রা। লেনিন সরণি(ওয়ার্কশপ রোড), গান্ধীমোড় হয়ে অধিকার যাত্রা শেষ হয় জোড়া মন্দির এলাকায় গিয়ে। প্রসঙ্গত, এই অধিকার যাত্রা দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছিল। স্বভাবতই বামপন্থী সংগঠন বিপিএমও-র নেতৃবৃন্দ যারপরনাই খুশি। সংগঠনের নেতা শম্ভু চ্যাটার্জি জানান, কাঁচরাপাড়ার মানুষ যেভাবে এই অধিকার যাত্রায় উৎসাহিত করেছেন তাতে তাঁরা উজ্জীবিত হয়ে উঠেছেন।
এরই পাশাপাশি বিপিএমও-র অধিকার যাত্রার সমর্থনে কাঁচরাপাড়ার বর্তমান সিপিআইএম সংগঠন এক পাল্টা সভার আয়োজন করেছিল। কিন্তু কাঁচরাপাড়া রেল স্টেশনে আয়োজিত এই সভা রেলপুলিশ বানচাল করার চেষ্টা করে বলে অভিযোগ। জানা গেছে, সভামন্চ গড়া হয়েছিল উত্তর দিকে মুখ করে। অভিযোগ, রেলপুলিশের সাহায্যে কে বা কারা তা ঘুরিয়ে পিছনমুখী করে দেয়। স্বভাবতই সেই সভা অনুষ্ঠিত করতে অনেক কাঠখড় পোড়াতে হয় সংগঠনকে। শেষমেশ সেই সভা অনুষ্ঠিত হয় অনেক বাধা পেরিয়ে।

Advertisements

Leave a Reply