কর্মাঞ্জলির উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী
HnExpress ওয়েবডেক্স নিউজ, সমীর দাস ঃ এবারে রাজ্যের কর্মরতা মহিলাদের জন্য স্বল্প ভাড়ার হোস্টেল কর্মাঞ্জলির উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে পাঁচটি হোস্টেল উদ্বোধন করা হল। এই হোস্টেলগুলি আছে কলকাতার রিজেন্ট পার্ক, বেচারাম চ্যাটার্জি স্ট্রীট, এইচ কে শেঠ লেন, বনমালী নস্কর রোড এবং সি এন রায় রোডে।
রিজেন্ট পার্কের কর্মাঞ্জলিতে ৩৪টি কক্ষ থাকছে, বেচারাম চ্যাটার্জি স্ট্রীটের হোস্টেলেও থাকছে ৩৪টি কক্ষ, এইচ কে শেঠ লেনের হোস্টেলে থাকছে ৭৬টি কক্ষ, বনমালী নস্কর রোডের কর্মাঞ্জলিতে থাকছে ৬১টি কক্ষ এবং সি এন রায় রোডের হোস্টেলে থাকছে ৯৬টি কক্ষ।
এই হোস্টেলগুলিতে প্রতি আবাসিক পাবেন স্নানঘর, বারান্দা, রান্নার জায়গা এবং একক শয়ন কক্ষ। এছাড়া থাকছে ২৪ ঘণ্টা জলের ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থা।
বিশদে জানতে যোগাযোগ করতে হবে ঃ www.wbhousing.gov.in ওয়েবসাইটে