কমিশনারস কাপ পেল বেলঘড়িয়া তালতলা স্পোটিং ক্লাব
HnExpress অলোক আচার্য খড়দহ : ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আয়োজিত কমিশনারস কাপ পেল বেলঘড়িয়া তালতলা স্পোটিং ক্লাব। শুক্রবার খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামে বেলঘড়িয়া তালতলা স্পোটিং ক্লাব ২-১ গোলে পরাজিত করে জগদ্দল থানার সমন্বয় ক্লাবকে। সুদৃশ্য কমিশনারস কাপ তুলে দেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর সিপি রাজেশ কুমার সিং। এদিন মাঠে উপস্হিত ছিলেন অতীত দিনের একঝাঁক ফুটবলার নক্ষত্র।
ছিলেন ভারতের ফুটবলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, গৌতম সরকার, চিন্ময় চ্যাটার্জি, কবির বোস, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুর ডিসিপি জোন ২ এর আনন্দ রায়, বেলঘড়িয়া থানার আইসি দেবর্ষি সিনহা, জগদ্দল থানার ওসি সঞ্জীব চক্রবর্তী সহ কমিশনারেট এর বিভিন্ন থানার আধিকারিকরা। উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার ফুটবলকে আরও সমৃদ্ধ করতে ফুটবলের জনপ্রিয়তাকে এলাকায় আরও জনসংযোগ বাড়াতে এই কমিশনারস কাপের আয়োজন। কমিশনারেটের ১৩টি থানার মধ্যে এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।