কবি তৈমুর খান-এর প্রথম গল্পগ্রন্থ “জীবনের অংশ” প্রকাশ করলেন বিশিষ্ট সাহিত্যিক কমলেন্দু সরকার
HnExpress ফারুক আহমেদ, কলকাতা : কবি তৈমুর খান-এর প্রথম গল্পগ্রন্থ “জীবনের অংশ” প্রকাশ করলেন বিশিষ্ট সাহিত্যিক কমলেন্দু সরকার। ২৬ জানুয়ারি ২০১৯ এর পুণ্যদিনে কলকাতা প্রেসক্লাবে বৈতরণীর প্রিয় পঞ্চবিংশতি কবিতা সিরিজ প্রকাশের অনুষ্ঠানে আনুষ্ঠানিক প্রকাশিত হল কবি তৈমুর খান-এর প্রথম গল্পগ্রন্থ “জীবনের অংশ”। প্রকাশ করলেন বিশিষ্ট সাহিত্যিক কমলেন্দু সরকার। উল্লেখ্য এই যে, অনুষ্ঠানে প্রায় পনেরো জন সাহিত্যিক-কবি ও শিল্পীদের বইতরণী পুরস্কার প্রদান করা হয়। বিশিষ্ট পুরাতাত্ত্বিক ও সংরক্ষক ইয়াসিন পাঠান, শ্মশানে শবদাহকারিনী বৈণক গৌরি আম্মা ও পুরুলিয়ার অনাথ শিশুদের জন্য গান গেয়ে অর্থ উপার্জনকারী নরেন হাঁসদা প্রমুখ ব্যক্তিগণ পুরস্কার তুলে দেন। পুরস্কার পান বিশিষ্ট কবি সুব্রত সরকার, পরিচালক, গায়ক ও কবি পল্লব কীর্তুনিয়া, সাহিত্যিক মণিশঙ্কর প্রমুখ। উপস্থিত ছিলেন শতাধ বিশিষ্ট গুণীজন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন দ্যুতিমান ভট্টাচার্য, দেবাশিস চন্দ, সুকোমল কান্তি দাস, মীনা মুখার্জি, তাপস দে, রণদেব মুখোপাধ্যায়, নবারুণ মল্লিক, অসিকার রহমান প্রমুখ।
বেশ জমজমাট অনুষ্ঠান। পঁচিশটি বইয়ের একসঙ্গে প্রকাশ হয় কবিদের উপস্থিতিতে। সবশেষে কবি তৈমুর খান এর গল্পগ্রন্থটি প্রাকাশিত হয়। গল্পগ্রন্থটির প্রকাশক মুর্শিদ এ এম (আবিষ্কার প্রকাশনী)। প্রকাশক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন কবিতা ও গদ্য লেখক হিসেবেই পাঠক কবি তৈমুর খানকে জানে। কিন্তু আশ্চর্যের বিষয় তাঁর লেখা গল্প নিয়েও পাঠকের অনুসন্ধিৎসা সীমাহীন। প্রকাশের সঙ্গে সঙ্গে বেশ কিছু কপি বিক্রিও হয়ে যায়। ১৯ টি গল্প নিয়ে ৮৮ পৃষ্ঠার বই। প্রচ্ছদসহ বইটির গেটাপ ভারি সুন্দর। ডিমাই সাইজ। গ্রন্থের শেষে মলাটে গল্পগুলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে “জীবনের অংশ” শুধুই গল্প লেখার জন্য গল্প নয়। আত্মদ্রষ্টার এক গভীর পর্যবেক্ষণে তুলে আনা মুহূর্ত। ব্যক্তি ভাঙন থেকে সামাজিক ভাঙন ও মানবিক অবস্থানের নানা বিপর্যয় যেমন আছে, তেমনি আদিম প্রবৃত্তির অনুজ্ঞাও লালিত অন্ধকার নিয়ে উপস্থিত হয়েছে। তাই চিরাচরিত ধারণা থেকে এগুলিকে বিচার করা ঠিক হবে না। বরং কবিতার মতোই তা পরীক্ষিত, অধরা এবং শূন্যতার অভিক্ষেপ। পাঠকের কাছে এ এক ভিন্ন অভিজ্ঞতা বলা যায়।” বইমেলায় গ্রন্থটি যথার্থ সাড়া ফেলবে বলেই মনে হয়।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন ও পরিচালনায় বইতরণীর কর্ণধার অরিজিৎ চক্রবর্তী। গল্পকার প্রাবন্ধিক কবি তৈমুর খান এবার উপন্যাস লিখবেন এই প্রত্যাশায় প্রকাশক উদার আকাশ।