November 2, 2024

মানসিক ভারসাম্যহীন পুত্রের শখ পূরণ, কনে ছাড়াই বিয়ের আসর

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, ভাস্কর বাগচি ঃ তুতো ভাইয়ের বিয়ে দেখার পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন যুবক। স্বপ্ন দেখেছিলেন একদিন তাঁরও ধুমধাম করে বিয়ে হবে। রাজকীয় বেশে বরের সাজে ঘোড়ায় চেপে বিবাহ আসরে হাজির হবেন তিনি। অবশেষে যুবকের মনস্কামনা পূরণ হল। এলাহি বিয়ের আয়োজনও হল। কিন্তু একটি জিনিসই ছিল না তাঁর বিয়েতে। হ্যাঁ ঠিকই ধরেছেন, কনে। কনে ছাড়াই বিয়ের সমস্ত আচার পালন করলেন বিয়ে পাগল যুবক। যাঁর কাণ্ডকারখানা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে বড় মানে অজয়ের বাবা বললেন, “আমার ছেলের বোধশোধ স্বাভাবিক নয়।

তাই ওর চিকিৎসা চলছে। আসলে খুব ছোটবেলায় নিজের মাকে হারিয়েছে। অল্প বয়স থেকেই বিয়ের অনুষ্ঠানে যেতে ভালবাসত। কোনও নিমন্ত্রণ মিস করত না। আর সেই থেকেই নিজের বিয়ে কবে হবে জিজ্ঞেস করত খালি। তাই ঠিক করেছিলাম, ভালভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব ওর। যাতে ওর মনে হয় যে ওর স্বপ্ন পূরণ হয়েছে।” তবে মানসিকভাবে অসুস্থ ছেলের সঙ্গে কোনও বাবাই তাঁর মেয়ের বিয়ে দিতে চাইবেন না। তাই বলে কি অজয়ের ইচ্ছেপূরণ হবে না? তেমন তো হওয়ার না। সেই জন্যই এমন উদ্যোগ নিলেন মানসিকভাবে অসুস্থ ছেলের বাবা।

Advertisements

Leave a Reply