কনেযাত্রীর গাড়ি রাখাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালকের
HnExpress কোচবিহার, নিজস্ব প্রতিনিধি : ঘটনাটি ঘটেছে কোচবিহারের পুণ্ডিবাড়ি থানার দাওয়াগুড়িতে। জানা গিয়েছে বিয়ে বাড়িতে কনেযাত্রীর গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক কিশোরের। মৃতের নাম ঋত্বিক বিশ্বাস।
ডাওয়াগুড়ির বাসিন্দা বাপ্পা দাসের সঙ্গে উত্তর খাগড়াবাড়ির সুমনা দাসের বিয়ে হয় বুধবার। শুক্রবার তাদের বউভাতের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে সুমনা দাসের বাবার বাড়ির লোকজন আসলে। কনেযাত্রীর একটি গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা বাধে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে।
বচসায় হাতাহাতিতে গড়ার। এর দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এর মধ্যেই একজন দুষ্কৃতী গুলি চালায়। গুলি লাগে ঋত্বিকের শরীরে। গুলিবিদ্ধ অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।