বিজেপি ত্যাগ করে প্রদেশ কংগ্রেসে যোগ দিলেন লক্ষণ শেঠ
HnExpress অর্নব দেবনাথ, হলদিয়া :
ফের দলবদল করলেন লক্ষণ শেঠ। আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিচ্ছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ লক্ষণ শেঠ। এবার লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। বিশস্ত সূত্রের খবর, আবদুল মান্নান কখনই লক্ষণ শেঠের যোগদানের বিষয়ে মত দেননি। মান্নান অনুগামীরা বরাবরই এর বিরোধিতা করেছেন।
তবে অপরপক্ষ এবিষয়ে সম্পূর্ণ মত দিয়েছেন।
তবে তাই নিয়ে সোমেন মিত্রের ওপর ক্রমাগত চাপ বাড়ছিল বলে খবর। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়। পরে সেখান থেকে সবুজ সঙ্কেত মেলার পরই সব জল্পনার অবসান ঘটল আজ। এবার তমলুক লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হলেন লক্ষণ শেঠ। ২০১৪ সালে পার্টি থেকে লক্ষ্মণ শেঠকে বহিষ্কার করে সিপিএম। তারপর ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি।
কিন্তু ২০১৮ শেষ হওয়ার আগে কেন্দ্রের শাসক দলের সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয় তাঁর। প্রকাশ্যে তৃণমূলে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন লক্ষ্মণ। কিন্তু নন্দীগ্রামের ঘটনায় অভিযোগের আঙুল ওঠা এই নেতাকে কোনওভাবেই দলে নিতে আগ্রহী নয় তৃণমূল কংগ্রেস। আর তাই নিজের রাজনৈতিক অস্বিত্ব টিকিয়ে রাখতে লক্ষণ শেঠ কংগ্রেসে যোগদান করেন। আজ কলকাতায় জাতীয় কংগ্রেসের হেড অফিস বিধান ভবনে রাজ্য জাতীয় কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্র তার হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দেন। লক্ষণ শেঠ তার অনুগামীদের নিয়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন।