December 11, 2024

এস,সি/এস,টি/ও,বি,সি সেলের সভাপতি ডঃ তাপস মন্ডলকে নিয়ে অনুষ্ঠিত হল এক কর্মীসভা

0
Img 20190326 Wa0108.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, রানাঘাট ঃ গতকাল রানাঘাট বিনয় ভবনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এস,সি/এস,টি/ও,বি,সি সেলের নবনিযুক্ত সন্মানীয় সভাপতি ডঃ তাপস মন্ডল এর সংর্বধনা ও রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রূপালি বিশ্বাস এবং কৃষ্ণগঞ্জ বিধানসভার উপ-নির্বাচনের প্রার্থী প্রমথ রঞ্জন বোসের নির্বাচনীসভা অনুষ্ঠিত হয়। এদিন তৃণমূল কংগ্রেস এর এস,সি/এস,টি/ও,বি,সি সেলের রাজ‍্য সহ-সভাপতি মাননীয় সৈকত দাস ও রানাঘাটের পৌরপিতা মাননীয় পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ব‍্যবস্থাপনায় আয়োজন করা হয়েছিল এই কর্মীসভার।

এদিন সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এস,সি/এস,টি/ও,বি,সি সেলের সভাপতি ডঃ তাপস মন্ডল, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেস এস,সি/ এস,টি/ও,বি,সি সেলের সভাপতি রমেন্দ্র নাথ বিশ্বাস এবং নদীয়া জেলাপরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, রূপালি বিশ্বাস ও প্রমথ রঞ্জন বোস এবং অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

বিশেষ আবেদন ঃ

আমরা আরও চমকপ্রদ খবরের সম্ভার নিয়ে হাজির আপনাদের কাছে। তাই নানা ধরনের সত্যনিষ্ঠ খবরের নিত্য নতুন আপডেট পেতে হলে জুরে থাকুন আমাদের সাথে, আর চোখ রাখুন আমাদের ডিজিটাল মিডিয়ার পাতায় এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে। “Highlight News Express, জনগণের সাথে, জনগণের পাশে”

Advertisements

Leave a Reply