এবার শিক্ষায় তথ্য প্রযুক্তি
HnExpress উৎসব ব্যানার্জী, কলকাতা : বর্তমান যুগে তথ্য প্রযুক্তি হল অনেকটা সিধু জ্যাঠার মতো। এখন কোনও কিছু জানতে হলে আমরা ইন্টারনেটের দ্বারস্থ হই। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি আজ ক্রমবর্ধমান। ইতিমধ্যে শিক্ষাক্ষেত্রে চলে এসেছে নানান অ্যাপস, ইউটিউব, চ্যানেল, পোর্টাল, অনলাইন ক্লাসরুম আরও কতো কী! শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে আরও বহুল প্রচারিত করতে ২০ সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত হল সেমিনার এডুকানেক্ট।
আয়োজক স্টক এক্সচেন্জ নথিভুক্ত সংস্থা লি অ্যান্ড নি সফটওয়ার সার্ভিসেস। তথ্য প্রযুক্তিতে প্রায় তিন দশকের বেশি অভিঙ্গতাসম্পন্ন এই সংস্থা সেমিনারের মাধ্যমে তুলে ধরতে চেয়েছে কীভাবে তথ্য প্রযুক্তি শিল্পকে আরও বেশি করে শিক্ষা সহায়ক করা যায়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রামকৃষ্ণ মিশন ও গবেষণা কেন্দ্রের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বৈদ্যুতিন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর অনিন্দ্য চ্যাটার্জি, প্রবীরকুমার দাস ও লি অ্যান্ড নি-র সিইও মহেশ গুপ্তা।