এবার মুখ্যমন্ত্রীর ঠিকানায় জয় শ্রী রাম পোস্ট কার্ড

HnExpress শুভাদিত্য ঘোষ দস্তিদার ঃ বেশ কিছুদিন আগে চন্দ্রকোণায় মুখ্যমন্ত্রী’র কনভয়ের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি বলবার জন্য তিন জন বিজেপি কর্মীকে পুলিশ গ্ৰেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় ‘জয় শ্রীরাম’ লেখা প্রায় ১০ লক্ষ পোস্টকার্ড পাঠানোর এক অভিনব কর্মসূচি নেওয়া হয় ।
গত ১৭ই মে উওর দিনাজপুর জেলার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে এই অভিনব পন্থায়
পোস্ট কার্ড পাঠানো শুরু হয়। আর গত ১৬ই মে দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে এই বিশেষ কর্মসূচি গ্ৰহণ করা হয় বলে সুত্রের খবর। লক্ষ্য, আগামী ২০-২২ দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর বাড়িতে ১০ লক্ষ ‘জয় শ্রীরাম’ লেখা চিঠি পাঠানো হবে। কলকাতার পর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে কর্মসূচি শুরু করে জেলা বিজেপি যুব মোর্চা।
এদিন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি ভক্তকুমার রায় বলেন,’ রাজ্যের দলীয় নির্দেশ অনুযায়ী পোস্টকার্ডে জয় শ্রী রাম লিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় পাঠানো শুরু করেছি। প্রায় ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠানো হবে। জেলার প্রতিটি মন্ডলের এই বিশেষ কর্মসূচি শুরু করা হয়েছে। এখন দেখি পুলিশ কতজনকে গ্ৰেপ্তার করে।