এবার নয়াদিল্লিতে ভূমিকম্প

2

HnExpress নিজস্ব প্রতিনিধি, নতুন দিল্লি : বিকেল সাড়ে ৪টে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। রবিবার বিকেলে আচমকা কম্পন অনুভূত হল দিল্লি ও হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়। এদিন হঠাৎ অনুভূত হয় এই কম্পন। এর মাত্রা ছিল ৩.৮ রিখটার স্কেল। দিল্লি আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ভূকম্পনের উৎসস্থল হল হরিয়ানার ঝাঝর এলাকার গুরগাঁও। বিভিন্ন বহুতল ও বাড়ি থেকে আতঙ্কে রাস্তায় নেমে আসেন মানুষজন।

তবে রবিবার সমস্ত অফিস-কাছারি বন্ধ থাকায় তেমন প্রভাব পড়েনি পথে। দিল্লির বাসিন্দারা কম্পন তিন সেকেন্ড স্থায়ী হয়েছে জানিয়েছেন। দিল্লি, হরিয়ানার পাশাপাশি আশপাশ এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি।

প্রসঙ্গত, দিনকয়েক আগেই এরাজ্যেও অনুভূত হয় ভূকম্পন। হুগলি, নদীয়া, উত্তর ২৪ পরগনা, বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায় অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২.১। সেক্ষেত্রেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি,
ঘটেনি কোনও হতাহতও। এরও আগে শিলিগুড়িতেও অনুভূত হয়েছিল মৃদু ভূকম্পন। কিন্তু বারবার কেন ভারতে এমন কম্পন হচ্ছে তা নিয়ে চিন্তিত আবহাওয়াবিদ ও পরিবেশবিদরা।

2 thoughts on “এবার নয়াদিল্লিতে ভূমিকম্প

  1. আমি অনেক দিন ধরেই লিখে এবং বলে চলেছি যে কলকাতায় ভূমিকম্প হলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে। কারণ কলকাতার মাটির bearing capacity খুব কম, building rule মেনে বাড়ি গুলো তৈরি হচ্ছে না। প্রকৃতির ওপর অত্যাচার করলে প্রকৃতি সময়মতো বদলা নিতে ভোলে না ।

Leave a Reply

%d bloggers like this: