এবার অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলল

HnExpress নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান চলছিল। তার ফলও মিলেছিল। বৃহস্পতিবার, ৭ই সেপ্টেম্বর সরকারিভাবে সেকথা স্বীকার করে নিলেন ওএনজিসি-র অন্বেষণ দফতরের বিভাগীয় প্রধান অজয়কুমার দৌভেদি। তিনি জানান, অশোকনগরে কূপের মতো একটি অংশে প্রচুর গ্যাসের সন্ধান মিলেছে। রোজ এক লক্ষ মিটার(cc) গ্যাস প্রবাহিত হয় ওই কূপের ভেতর। তবে তার আনুমানিক বাণিজ্যিক মূল্য জানা যাবে রাসায়নিক পরীক্ষার পরেই বলে অজয়বাবু প্রেস বিবৃতিতে মন্তব্য করেন।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: