January 14, 2025

এবারের নির্বাচনেও ভিন রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ ঃ গত বারের নির্বাচনে ভিন রাজ্যে প্রার্থী দিয়েছিল তৃণমূল। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলার ৪২টি আসন ছাড়াও ওড়িশা, অসম, ঝাড়খণ্ড, বিহার এবং আন্দামান ও নিকোবরে এবারও প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। সুত্র থেকে জানা গিয়েছে, ওড়িশায় দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থী দিচ্ছে তৃণমূল। ভদ্রকে অগ্নিচরণ জেনা ও ভুবনেশ্বরে শুভ্রাংশু শেখর পধী তৃণমূলের প্রার্থী হচ্ছেন।

গতবার অসমে সাতটি কেন্দ্রে প্রার্থী দিলেও এই বার সেখানে ছ’টি কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তৃণমূল। করিমগঞ্জ, শিলচর, ধুবড়ি, কোকরাঝার, বারপেতা, গুয়াহাটিতে তৃণমূলের প্রার্থী হচ্ছেন যথাক্রমে চন্দন দাস, হিতব্রত রায়, জনাব নুরুল ইসলাম চৌধুরি, কমলাকান্ত দাইমারি, আশাহক আলি দেওয়ান এবং মনোজকুমার শর্মা।

ঝাড়খণ্ডের জামশেদপুর ও রাজমহল ও রাঁচিতে তৃণমূল প্রার্থী করছে অঞ্জনা মাহাতো, মন্ডল হাঁসদা, সঞ্জয় কুমার পাণ্ডে। বিহার এর অন্তর্ভুক্ত কিষাণগঞ্জে জাভেদ ইসলাম খান ও মহারাজ গঞ্জে সুনীল সিং প্রার্থী হচ্ছেন ঘাসফুল প্রতীকে।

আন্দামান ও নিকোবর প্রার্থী হচ্ছেন অয়ন মণ্ডল। যিনি আন্দামানের আট বারের নির্বাচিত সাংসদ প্রয়াত মনোরঞ্জন ভক্তের কন্যা অনিতা দেবীর পুত্র।

Advertisements

Leave a Reply