এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি ঘর পুড়ে ছাই

HnExpress নিজস্ব প্রতিনিধি, দক্ষিণেশ্বর : শনিবার রাত ৯ টা নাগাদ বালি ব্রিজের কাছে দক্ষিণেশ্বর মুখী বস্তিতে হঠাৎ করেই আগুন লাগে। তবে দমকলের ১০টি ইঞ্জিনের ২ ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও প্রায় ৫০ টির মত ঘর পুড়ে ছাই হয়ে যায়। বালি ব্রিজের দক্ষিণেশ্বর মুখী ঢালে বস্তিটির বেশির ভাগ ঘর গুলো ছিল মাটির ও দরমার তৈরি এবং তাতে প্লাস্টিকের ছাউনি দেওয়া। বস্তিতে রয়েছে প্রায় ৩০০-এরও বেশি ঘর। দমকলকর্মীদের সুত্রে জানা গেছে, শনিবার রাত ৯ টা নাগাদ কোনো একটি ঘরের রান্নার গ্যাস লিক করে এবং তা অতি দ্রুত ছড়িয়ে পড়ে, ও তাতে ৫০টি ঘর পুরো পুড়ে ছাই হয়ে যায় ।
ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু এবং প্রাক্তন বিধায়ক মদন মিত্র ও তৃণমূল নেতা অরিন্দম ভৌমিক অতি শীঘ্রই পৌঁছে যান। অরিন্দম বাবু বললেন “তিনি পাশেই একটি স্থানীয় ক্লাবে ছিলেন, হটাৎ খুব জোর শব্দ হওয়ায় তিনি সেখানে ছুটে আসেন এবং অতিশীঘ্র বয়স্ক, শিশু, প্রতিবন্ধীদের সেখান থেকে উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করেন। তবে উদ্ধার করার সময় বিশ্বজিৎ চক্রবর্তী নামে এক স্থানীয় যুবক মারাত্মক আহত হয়, তার মুখ আগুনে প্রায় ঝলসে গেছে।
এদিকে দমকল মন্ত্রী জানিয়েছেন, ডানলপ দমকল দপ্তরটি ৫০০ মিটারের দূরত্বে হওয়ায় অতি শীঘ্রই দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তিটি ব্রিজের ঢালে অবস্থিত হওয়ায় অতি সহজেই জল দেওয়া সম্ভব হয়েছে কিন্তু ব্রিজের পাশে রেলিং কেটে জল দিতে হয়। অন্যদিকে আবার স্থানীয় কমারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বললেন, “জেলা প্রশাসনের সাথে কথা বলে রবিবারের মধ্যেই ক্ষতিগ্রস্থদের ত্রিপল ও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হবে”। আর বয়স্ক, শিশু ও প্রতিবন্ধীদের পাশে নিরাপদ জাগায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।