এক নজরে সপ্তম দফা ভোট এর আপডেট

HnExpress ভোটের আপডেট ঃ দেখে নিন এক নজরে অন্তিম মানে সপ্তম দফা ভোট যুদ্ধের আপডেট নিউজ ;

ভোট কেন্দ্রের আশেপাশে প্রচুর বেআইনি অস্ত্রসস্ত্র, যথেচ্ছ টাকা আর বহিরাগতদের অবাধ প্রবেশের ব্যবস্থা করে দিচ্ছে বিজেপি, অভিযোগ ডাঃ কাকলি ঘোষদস্তিদারের।

আজ সকালে বেলগাছিয়ায় সিপিআইএম এজেন্টকে মেরে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল এর বিরুদ্ধে।

বিসি ব্লক কমিউনিটি হলে ভোট দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত গাববেড়িয়ার ২৬৫ নং বুথে সকাল থেকেই ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে রয়েছে ভোট গ্রহণ।

ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে সুষ্ঠুভাবেই চলছে ভোটগ্রহণ। জনগণের সাথে এক লাইনে দাঁড়িয়েই ভোট দিলেন বিজেপি নেতা অর্জুন সিং ও বিজেপি প্রার্থী পবন সিং।

বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর অভিযোগ, সন্দেশ খালিতে বিজেপি এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে।

অন্যদিকে মদন মিত্র অভিযোগ তুললেন ভাটপাড়া ১০৬ নং বুথের পোলিং অফিসারের বিরুদ্ধে, তিনি নাকি তৃণমূল এর এজেন্টকে বুথে বসতে দিতে বাঁধার সৃষ্টি করছেন।

এদিকে, কাঁকিনাড়া হাই স্কুলে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর সাথে মদন মিত্র এর বেঁধে গেল জোর বচসা।

বসিরহাটের বেশ কয়েকটি বুথে বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ উঠল।

উত্তেজনার সৃষ্টি হলো শাসন এলাকার পাকদার ১২১/২৫ নং বুথে। কেন্দ্রীয় বাহিনী ভোটারদের বিজিপিকে ভোট দিতে বলায় বিক্ষোভ। এদিকে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ এর ফলে আহত এক প্রতিবন্ধী যুবক, এলাকায় ছড়াল ব্যাপক উত্তেজনা। সাথে পুলিশের গাড়ি ভাঙচুর।

হাড়োয়া রোডের উপর রাস্তাতে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ বিজেপি কর্মীদের। অন্যদিকে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠল মারধরের অভিযোগ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: