December 10, 2024

এক নজরে ভোটের হালহকিকৎ

0
West Bengal Elections 2.jpg
Advertisements

HnExpress ভোটের আপডেট ঃ বাংলার নয়টি কেন্দ্রের মধ্যে হেভি ওয়েটের মধ্যে এগিয়ে রয়েছেন এখনো ঃ- সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, নেপালদেব ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রাহুল সিনহা, অনুপম হাজরাদের মতো হেভিওয়েট প্রার্থীরা।

কোথায় কোথায় চলছে ভোটগ্রহণ? বিহারের ৮টি, ঝাড়খণ্ডের ৩টি, পাঞ্জাবের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি, হিমাচলপ্রদেশের ৪টি, মধ্যপ্রদেশের ৮টি, উত্তরপ্রদেশের ১৩টি ও চণ্ডীগড়ের একটি কেন্দ্রে বর্তমানে ভোটগ্রহণ চলচ্ছে।

সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১ লক্ষ ৩০৪টি বুথে হচ্ছে ভোট গ্রহণ। যেখানে ভোটার প্রায় ১০ কোটি ৫৯টি। এর পাশাপাশি কেন্দ্রের মোট ৯০৯ জন প্রার্থীর ভোট ভাগ্য নির্ধারিত হবে এদিন। তবে সব মিলিয়ে বর্তমানে ভোটারের সংখ্যা ৯ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ১৮৫ জন।

আরও খবরের আপডেট পেতে হলে জুরে থাকুন আমাদের ওয়েব ডিজিটাল মিডিয়ার সাথে। আর আমাদের নিউজ লিংকে ক্লিক করে জেনে নিন ভোটের হালহকিকৎ ঃ— www.hnexpress.co.in , জনগণের সাথে জনগণের পাশে।

Advertisements

Leave a Reply