এক নজরে ভোটের খবরাখবর
HnExpress ভোটের আপডেট ঃ ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের ১০৬ নম্বর বুথে সুষ্ঠ ভাবে ভোটদান করলেন “অর্জুন সিং এবং তার ছেলে পবন সিং”। অর্জুন সিং এদিন তার বক্তব্যে বললেন, সব জায়গাতেই মোটামুটি সুষ্ঠ ভাবে ভোট দান চলছে, শুধুমাত্র কয়েকটা বুথ ছাড়া। তার মধ্যে যথাক্রমে ৪৮, ৫২, ৬২ নম্বর বুথে হিন্দুদেরকে ঠিক ভাবে ভোট দিতে দেয়া হচ্ছে না। সেখানে ক্রমাগত পিস্তল সহ বেশকিছু বহিরাগতদের আনাগোনা দেখা গেছে। পুলিশ তাদেরকে ধরার চেষ্টা করতে গেলেই পালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কিছুক্ষণ পরে আবার এসে শুধুমাত্র হিন্দু ভোটারদের ভয় দেখাচ্ছে।
এদিকে ভাটপাড়ার কাকিনাড়া হাই স্কুলে ৯ নম্বর ওয়ার্ডের ৩৭ নম্বর বুথে পুলিশ বাহিনী না থাকায় সেন্ট্রাল ফোর্সের সাথে বচসায় জড়ালেন মদন মিত্র। এদিন ব্যারাকপুরে মদন মিত্র বললেন, বেশিরভাগ ইবিএম মেশিনই খারাপ। যার ফলে ভোটদাতারা এই গরমে আর প্রখর রৌদ্রের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়েও ভোট দিতে পারছেন না। যার ফলস্বরূপ ভোটের গতি অনেক কমে গেছে। এদিকে বুথের মধ্যে পাখারও কোনো সুব্যাবস্হা নেই। এর দরুন বয়স্ক ব্যাক্তির ক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা আছে। তাই তিনি কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বুথের ভেতরে যত তাড়াতাড়ি সম্ভব পাখার হাওয়ার ব্যাবস্থা করার জন্য এবং ইবিএম মেশিন গুলিও যাতে ঠিকঠাক কাজ করে সে বিষয়ে ব্যাবস্থা গ্রহণের জন্য।