এক নজরে দেখে নিন, কংগ্রেসের মনোনীত প্রার্থীর নথিভূক্ত তালিকা

0

HnExpress সমীর দাস, কলকাতা ঃ আসন্ন লোকসভা নির্বাচনে ঘোষিত হল, সর্বভারতীয় দল কংগ্রেসের প্রার্থীর তালিকা। তাদের ঘোষিত প্রার্থীরা হলেন :

১) কলকাতা দক্ষিণ ঃ মিতা চক্রবর্তী।

২) শ্রীরামপুর ঃ দেবব্রত বিশ্বাস।

৩) ঝাড়গ্রাম ঃ যোগেশ্বর হেমব্রেম।

৪) আরামবাগ ঃ জ্যোতি দাস।

৫) বিষ্ণুপুর ঃ নারায়ণচন্দ্র খাঁ।

৬) বোলপুর ঃ অভিজিৎ সাহা।

৭) বারাকপুর ঃ মহম্মদ আলম।

৮) বীরভূম ঃ ইমাম হোসেন।

৯) মথুরাপুর ঃ কৃত্তিবাস সর্দার।

১০) দমদম ঃ সৌরভ সাহা।

১১) রানাঘাট ঃ মিনতি বিশ্বাস।

১২) বারাসত ঃ সুব্রত দত্ত।

১৩) জয়নগর ঃ তপন মণ্ডল।

১৪) হাওড়া ঃ শুভ্রা ঘোষ।

১৫ল হুগলীত ঃ প্রতুল সাহা।

১৬) কাঁথি ঃ দীপক কুমার দাস।

১৭) মেদিনীপুর ঃ শম্ভুনাথ চট্টোপাধ্যায়।

১৮) ডায়মন্ডহারবার ঃ সৌম্য আইচ রায়।

১৯) বনগাঁও ঃ সৌরভ প্রসাদ।

২০) বসিরহাট ঃ কাজি আবদুর রহিম।

২১) জয়নগর ঃ তপন মণ্ডল।

২২) বর্ধমান পূর্ব ঃ সিদ্ধার্থ মজুমদার।

২৩) বর্ধমান-দুর্গাপুর ঃ রণজিৎ মুখোপাধ্যায়।

২৪) কৃষ্ণনগর ঃ ইনতাজ আলি শাহ।

২৫) উলুবেড়িয়া ঃ সোমা রাণীশ্রী রায়।

২৬) কোচবিহার ঃ প্রিয় রায়চৌধুরী।

২৭) আলিপুরদুয়ার ঃ মোহনলাল বসুমাতা,

২৮) জলপাইগুড়ি ঃ মণিকুমার ডার্নাল,

২৯) দার্জিলিং ঃ শঙ্কর মালাকার,

৩০) রায়গঞ্জ ঃ দীপা দাশমুন্সি,

৩১) বালুরঘাট ঃ সাদিক সরকার।

৩২) মালদহ উত্তর ঃ ঈশা খান চৌধুরী।

৩৩) মালদহ দক্ষিণ ঃ আবু হাসেম খান চৌধুরী।

৩৪) জঙ্গিপুর ঃ অভিজিৎ মুখার্জি।

৩৫) বহরমপুর ঃ অধীর চৌধুরী।

৩৬) মুর্শিদাবাদ ঃ আবু হেনা।

বিশেষ আবেদন ঃ

আমরা আরও চমকপ্রদ খবরের সম্ভার নিয়ে হাজির আপনাদের কাছে। তাই নানা ধরনের সত্যনিষ্ঠ খবরের নিত্য নতুন আপডেট পেতে হলে জুরে থাকুন আমাদের সাথে, আর চোখ রাখুন আমাদের ডিজিটাল মিডিয়ার পাতায় এবং অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে। “Highlight News Express, জনগণের সাথে, জনগণের পাশে”

Leave a Reply

%d bloggers like this: