December 10, 2024

এক নজরে, কোন্ কেন্দ্রের কোন্ দলের কোন্ প্রার্থী এগিয়ে?

0
Logolicious 20190523 130910.jpg
Advertisements

HnExpress ভোট গণনার খবরাখবর, রূপা বিশ্বাস ঃ এক নজরে দেখে নিন তিন দফা ভোট গণনায় এখন অব্দি এগিয়ে রয়েছেন কারা কারা; পশ্চিমবঙ্গ লোকসভা কেন্দ্রের ভোট গণনার আপডেট ঃ—

১) বারাসাত কেন্দ্রে ৫৬৮২৬ ভোটে এগিয়ে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি গত ২০০৯ ও ২০১৪ লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রে জয়ী হয়েছিলেন।

২) ডায়মন্ড হারবার কেন্দ্রে ১৩৬৮১১ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী নিলাঞ্জন রায়।

৩) আরামবাগে ১৯১৭৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। অন্যদিকে তুলনামূলক ভাবে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী তপন রায় এবং কংগ্রেস প্রার্থী শক্তিমোহন মালিক।

৪) মেদিনীপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এগিয়ে রয়েছেন এবং পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া।

৫) যাদবপুরে ১০৮৮৬৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে বিজেপি প্রার্থী অনুপম হাজরা এবং বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন তুলনামূলক ভাবে অনেকটাই পিছিয়ে।

৬) কৃষ্ণনগরে ৬৫৫১৬ ভোটে এগিয়ে কৃষ্ণনগর এর তৃণমূল পার্থী মৌহা মিত্র।

৭) দমদমে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায় ২১৯৪২ ভোটে। আর অন্যদিকে অনেকটাই পিছিয়ে বিজেপির সমীক ভট্টাচার্য ও সিপিএমের নেপালদেব ভট্টাচার্য।

৮) দার্জিলিংয়ে ৭০০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নীরজ তামাং। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস।

৯) ব্যারাকপুর এর ভাটপাড়ায় ১১৪২১ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী পবন সিং(অর্জুন সিং)। পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র।

১০) বিবপুরে ৪২২৯ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জুয়েল মুরমু। অন্যদিকে তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে।

১১) ইসলামপুরে ১৭৫৯৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃনমুল প্রার্থী আব্দুল করিম চৌধুরী। অনেকটাই পিছিয়ে বিজেপির প্রার্থী।

১২) কাঁদিতে ২৪৮ ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী সইফুল আলম খান। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থী।

১৩) কৃষ্ণগঞ্জে ৩০৯৮ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী আশিষ বিশ্বাস। পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস।

১৪) নওদাতে ১৪৮৪৭ ভোটে এগিয়ে তৃনমুল প্রার্থী সাহিনা বেগম। অপরদিকে পিছিয়ে রয়েছেন বিজেপি।

১৫) উলুবেড়িয়া পূর্বে ২৩১২ ভোটে এগিয়ে রয়েছেন তৃনমুল প্রার্থী ইদ্রিস আলি। পিছিয়ে পরেছেন বিজেপি প্রার্থী।

১৬) আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী জন বার্লা ৮০২৪১ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

১৭) আসানসোলে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ৭০৭১০ ভোটে এগিয়ে। অপরদিকে তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে।

১৮) বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ২৯৭২৪ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।

১৯) বালুরঘাটে ৩১৭৮ ভোটে এগিয়ে তৃনমূল প্রার্থী অর্পিতা ঘোষ এবং পিছিয়ে বিজেপি।

২০) বনগাঁতে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ৩৫১৫৩ ভোটে এগিয়ে। অন্যদিকে অনেকটাই পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর।

২১) বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার ৫১১৪৯ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

২২) বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী সুনীল মন্ডল ২২২৫৩ ভোটে এগিয়ে। বিজেপি রয়েছে পিছিয়ে।

২৩) বসিরহাটে তৃণমূল প্রার্থী নুসরত জাহান ১২১৭৮৭ ভোটে এগিয়ে। পিছিয়ে বিজেপি।

২৪) বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ৩৪১৬২ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।

২৫) বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ৪৮২০০ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

২৬) বোলপুর- অসিত মাল- তৃনমুল – ৬৫১৮৪ ভোটে এগিয়ে।

২৭) বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী এস এস আলুলালিয়া ২২০২৭ ভোটে এগিয়ে। সেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

২৮) কোচবিহারে বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিক ১৬৩১৪ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী।

২৯) দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত ১২৯৯২ ভোটে এগিয়ে। পিছিয়ে পরেছে তৃণমূল কংগ্রেস।

৩০) ঘাটালে তৃণমূল প্রার্থী দেব ৩১৬৪৪ ভোটে এগিয়ে।

৩১) হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী ৬৪৯৮৮ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

৩২) হাওড়ায় তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জী ৩৯৭৯৮ ভোটে এগিয়ে। অন্যদিকে পিছিয়ে বিজেপি।

৩৩) জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী ডাঃ জয়ন্ত কুমার রায় ২৫১১৯ ভোটে এগিয়ে। পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস।

৩৪) জঙ্গীপুরে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ১১০৬৪৩ ভোটে এগিয়ে। যেখানে অনেকটাই পিছিয়ে বিজেপি।

৩৫) ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম ২১৮২৫ ভোটে এগিয়ে। পিছিয়ে পরেছে তৃণমূল।

৩৬) জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল ১০৬২৪৪ ভোটে এগিয়ে। পিছিয়ে বিজেপি।

৩৭) কাঁথিতে তৃণমূল প্রার্থী শিশির অধিকারী ৩৩৩১৫ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি।

৩৮) দক্ষিন কলকাতায় তৃণমূল প্রার্থী মালা রায় ৩৮৫০২৭ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।

৩৯) উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ ব্যানার্জী ৩২৭৫২ ভোটে এগিয়ে। অন্যদিকে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী।

৪০) মালদা উত্তরে তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর ৯৬৩ ভোটে এগিয়ে। পিছিয়ে বিজেপি।

৪১) মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মৈত্র ১৬২৫১ ভোটে এগিয়ে। পিছিয়ে তৃণমূল কংগ্রেস।

৪২) মথুরাপুরে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাঠুয়া ৭০৫৫৮ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি।

৪৩) মেদিনীপুরে তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভুইয়া ৬৪২৬ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি।

৪৪) মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থী আবু তাহের ৭৮৯৩৩ ভোটে এগিয়ে। অপরদিকে পিছিয়ে বিজেপি।

৪৫) পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জোর্তিময় সিং মাহাত ৬০১৩৬ ভোটে এগিয়ে। যেখানে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

৪৬) রায়গঞ্জে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ৩০৭ ভোটে এগিয়ে ব্যাবধান কমলো।

৪৭) রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ১২৪২৬৪ ভোটে এগিয়ে। পিছিয়ে পরেছে তৃণমূল কংগ্রেস।

৪৮) শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যান ব্যানার্জী ২৮৮৫৪ ভোটে এগিয়ে। পিছিয়ে রয়েছে বিজেপি।

৪৯) তমলুকে তৃনমূল প্রার্থী দিবেন্দু অধিকারী ৫২৮৫৯ ভোটে এগিয়ে। পিছিয়ে পরেছে বিজেপি।

Advertisements

Leave a Reply