একি শোনালো হাওয়া অফিস! কলকাতার কপালে এ কোন্ দুর্ভোগ আসতে চলেছে
HnExpress ওয়েদার রিপোর্ট ঃ উফফ এত্তো গরমে এবার কলকাতার মাথায় বাজ। না আক্ষরিক অর্থে ঠিক বাজ পড়ার মত কোনো সম্ভাবনাই নেই। আর তাতেই বাড়তে চলেছে কলকাতাবাসীর দুর্গতি। এদিন হাওয়া অফিস থেকে সাফ জানিয়ে দেওয়া হল, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। বাতাসে বজায় থাকবে ৭০ শতাংশেরও বেশি আপেক্ষিক আর্দ্রতা। ফলে বৃষ্টির তো দেখা মিলবেই না, বরং বাড়বে অস্বস্তি।
তবে অন্যদিকে কিছুটা হলেও সুখবর রয়েছে বীরভূম, ঝাড়গ্রাম অঞ্চলের বাসিন্দাদের জন্যে। এখানে বর্জ্রগর্ভ মেঘের কারণে বিকেলের পরে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। আর প্রসঙ্গত, হাওয়া অফিসের মতে উত্তরবঙ্গের বরাত অনেকটাই ভাল। মূলত অসমের কাছে থাকা নিম্নচাপের কারণেই উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। ২৯ তারিখের পর থেকে আরও বাড়বে এই বৃষ্টি। বর্ষারানী যে আসছে, তার পূর্বাভাস উত্তরবঙ্গের এই বৃষ্টি। এই মাসের ২৯ তারিখ ও ৩০ তারিখ নাগাদ বর্ষারানী আন্দামান পার করবে বলে হাওয়া দপ্তর সুত্রের খবর।
গ্রীষ্মের প্রখর দাবদাহে অতিষ্ট হয়ে উঠেছ সমস্ত জনজীবন। বিশেষত খেটেখাওয়া মানুষের কষ্ট টা বেড়েছে বেশি। তার সঙ্গে চলছে রোজার মাস। রোজাদার মানুষেরা অতিরিক্ত গরমে হাপিত্যেশ করছেন একটু বৃষ্টির জন্য। এরইমধ্যে গত কদিন রাজ্যের কোথাও কোথাও ৪০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড তৈরি করেছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু’একদিন অব্যাহত থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তা নিতান্তই আপেক্ষিক।
এরপর গরমের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সারা রাজ্যে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানাচ্ছে আবহাওয়া দফতর। সাধারণত এপ্রিল ও মে মাসের উষ্ণ আবহাওয়ায় কালবৈশাখি বজ্রঝড়ের জন্য অনুকূল পরিবেশ থাকে। বিশেষ করে উত্তর-উত্তর পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে কালবৈশাখির প্রাবল্য দেখা যায়। এই সময়টাতে যেকোনও সময় বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের আশঙ্কা বাড়ে।