January 23, 2025

একদল দুষ্কৃতি ছিনিয়ে নিয়ে গেলো অভিযুক্তকে, বেধড়ক মার খেলো কর্মরত পুলিশ

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পুলিশের হাত থেকে এক অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গেল একদল দুষ্কৃতী। শুধু তাই নয় ওই অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার জন্য কর্তব্যরত পুলিশকর্মীদের মারধর করে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার (Kolkata) বুকে। ঘটনাটি সোমবার রাত আনুমানিক পৌনে বারোটা নাগাদ ঘটে শিয়ালদহ ট্রাফিক গার্ডে।

পুলিশ সুত্রে জানা গেছে, দক্ষিণ কলকাতা থেকে একটি বাস শিয়ালদার দিকে আসছিল৷ অভিযোগ, বাসে এক মহিলার সঙ্গে অশালীন আচরণ (Molest) করেন এক মদ্যপ যুবক। ওই মহিলা প্রতিবাদ করলে তাঁকে হুমকি দিতে থাকেন অভিযুক্ত৷ এরপর বাসের অন্যান্য যাত্রীরাও প্রতিবাদ করেন৷ তখন বাকিদেরও হুমকি দেন ওই যুবক৷

সেই সময় এক যাত্রী 100 ডায়াল করেন৷ বাস শিয়ালদা পৌঁছালে যাত্রীরা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন৷ অভিযুক্তকে সেখান থেকে শিয়ালদা ট্রাফিক গার্ডে (Sealdah traffic guard ) নিয়ে যাওয়া হয়৷ জানা গেছে, পুলিশ আটক করার পরে অভিযুক্ত একটি ফোন করেছিলেন৷ তার কিছুক্ষণের মধ্যেই বাইকে করে ১০-১২ জন যুবক শিয়ালদা পুলিশ গার্ডের সামনে পৌঁছে যায়৷

অভিযোগ, পুলিশ গার্ডের ভিতরে ঢুকে জোর গলায় অভিযুক্তকে ছেড়ে দিতে বলেন তারা৷ তখন সেখানে উপস্থিত পুলিশকর্মীরা সবাইকে বেরিয়ে যেতে বলেন৷ এরপরেই ওই দুষ্কৃতীরা ট্রাফিক গার্ডের অফিসের টেবিল-চেয়ার ফেলে দিতে শুরু করেন৷ তাদের বাধা দিতে যাওয়ায় এক পুলিশকর্মীকে মারধর শুরু করা হয়৷

অভিযোগ, বাকি পুলিশকর্মীদেরও মারধর করে শ্লীলতাহানিতে (Molest) অভিযুক্তকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে চলে যায় ওই যুবকেরা৷ তবে লালবাজার সূত্রে খবর, এই ঘটনায় ট্রাফিক গার্ডের সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে ইতিমধ্যেই ৬ জনকে আটক করা হয়েছে৷ বাকিদের তল্লাশি চলছে। একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ তবে, পুরো ঘটনায় আবারও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন!

 

Advertisements

Leave a Reply