এইচ.আই.ভি/এইডস রোগকে ভয় পান, কিন্তু রোগীকে নয়

0

HnExpress পার্থ পাল, বারাসাত : নর্থ ২৪ পরগনা নেটওয়ার্ক ফর পিপল লিভিং উইথ এইচ.আই.ভি./এইডস, এন,এন,পি সংস্থার ১৪তম জন্মদিবস পালন করা হলো বারাসাত এর রবীন্দ্র ভবনের সভাগৃহে। এইডস সংক্রান্ত রোগ নিয়ে বা রোগীদের নিয়ে কথা বলা, তা নিয়ে আলোচনা-সমালোচনা বা জল্পনা কল্পনা করা ঠিক যতটাই সহজ, তাদের পাশে থেকে, তাদের সাহায্যার্থে কাজ করাটা ঠিক ততটাই কঠিন। ২০০৫ সালে ১৩ই আগস্ট আনুষ্ঠানিক ভাবে তৈরি হয় এই সংস্থা টি। যদিও তাদের হাতেকলমে কাজ শুরু হয় এক বছর আগে থেকেই। যারা পজিটিভ, তারাই ভাবেন আগামীতে যাদের পজিটিভ হবে তারা কি ভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবেন। আর সেখান থেকেই পথচলা শুরু। সংস্থার সদস্য সংখ্যা ২০০০, বাচ্চার সংখ্যা ২০০। এখানে ৮২টি বাচ্চা সারা মাসের রেশন পায়। আজ রবীন্দ্র ভবনের সভাগৃহে দুরারোগ্য রোগে আক্রান্ত সেই সব মানুষদের সাথে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। প্রসঙ্গত, এই অনুষ্ঠান এর মুল উদ্দেশ্যই হল, এই এইচ,আই,ভি,/এইডস কোন ছোঁয়াচে রোগ নয়। এটি নিয়ে সুস্থ ভাবে নিয়মিত চিকিৎসার দ্বারাও বেঁচে থাকা যায়। সমাজের অন্যান্য মানুষের মতো তাদেরও যে বেঁচে থাকার মৌলিক অধিকার আছে, তাই আজকের এই এ্যওয়ারনেস প্রোগ্রামের মূল মন্ত্রই হল, “এইচ.আই.ভি/এইডস রোগকে ভয় পান, কিন্তু রোগীকে নয়”। আজকের এই এ্যওয়ারনেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচ,আই,ভি, আক্রান্ত শিশু থেকে মধ্যবয়সি নারী-পুরুষ মিলিত বহু মানুষ। এদিনের অনুষ্ঠানে এইড়স রোগে আক্রান্ত সেই সমস্ত ছোট ছোট নিষ্পাপ, গোলাপের পাপড়ির মত ফুটফুটে শিশুদের নাচ-গানে ভরা পারফমেন্স, তাদের এই অন্ধকারময় জীবনেও আশার আলো জ্বালিয়ে বেঁচে থাকার যে অসীম প্রচেষ্টা তা দর্শকদের হৃদয় ক্ষণিকের জন্য স্তব্ধ করে দিয়েছিল। এদিন সংস্থার পক্ষ থেকে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তাঁরা ব্যাজ পরিয়ে ও মেমন্টো সহ সম্বর্ধনা জানিয়ে, “একটি গাছ, একটি প্রাণ” স্বরূপ বৃক্ষ উপহার দিয়ে তাদের বরণ করে নেয়। উল্লেখ্য, যারা এই রোগে আক্রান্ত তারা কি ভাবে পরিবারের মানুষের সাথে সে কথা শেয়ার করবেন তা এই অনুষ্ঠানের মাধ্যমে তার অভিজ্ঞতা ভাগ করে নেন সংস্থার সকল সদস্যরা এবং তাতে স্বজনেরা উপকৃত হন। যদি কেউ এই রোগ সংক্রান্ত ব্যাপারে কোন সুপরার্মশ পেতে চান বা রোগীর কোন সাহায্যের প্রয়োজন হয়, তবে যোগাযোগ করতে পারেন এই ইমেল আইডিতে মেল পাঠিয়ে:- npbarasat@gmail.com এমন এক মানবিক কাজে সংস্থার পক্ষ থেকে আক্রান্তদের পাশে প্রচুর মানুষ থাকবে বলেই আশা করা যায়।

Leave a Reply

%d bloggers like this: