উলুবেড়িয়ার কুলগাছিয়াতে জনসভার ডাক দেন অভিষেক বন্দোপাধ্যায়

HnExpress বাপ্পাদিত্য ঘোষাল, হাওড়া : ১৯ শে জানুয়ারি ব্রিগেড সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার উলুবেড়িয়ার কুলগাছিয়াতে জনসভার ডাক দেন তৃনমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। এদিন উনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, তৃণমূলের আবর্জনা বিজেপির রত্ন। আমরা যাদের ডাস্টবিনে ফেলে দিই ওরা তাদের খুঁজে খুঁজে কুড়িয়ে মাথায় ওপর বসায়।

বিজেপিকে আক্রমণ করেন বলেন, ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িক অসুরগুলকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। ২০১৯ সালে বিজেপি’র শেষ বছর।২০১৪ সালে বিজেপি ক্ষমতায় এসে যা যা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তা পালন তারা করেননি। মানুষ তাদের ভোট দিয়েছিল, কিন্তু তারা মানুষকে এই ৫ বছরে কাঁচকলা দিয়েছে। এবারের লোকসভা ভোটে তাদেরকে কাঁচকলাই ফিরিয়ে দিতে হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ লোকসভা ৪২ টি আসনেই তৃণমূলকে জেতাতে হবে। আর এই লক্ষ্যেই এগোতে হবে তৃণমূল কর্মীদেরকে।

আর এই লক্ষ্যকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে হাওড়া জেলা থেকে সকলকে যোগ দেওয়ার কথা জানান তিনি। অভিষেক বাবু জানান, ভারতবর্ষের নয়নের মনি হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন সভার সভাপতিত্ব করেন,হাওড়া জেলা (গ্রামীণ)যুব তৃণমূল সভাপতি সুকান্ত পাল। এছাড়াও বক্তব্য রাখেন,হাওড়া জেলা (গ্ৰামীন) সভাপতি বিধায়ক তথা পুলক রায়, মন্ত্রী রাজীব, ব্যানার্জি, মন্ত্রী ডাঃনির্মল মাঝি, বিধায়ক সমীর পাঁজা, কালীপদ মন্ডল,অরুনাভ সেন সহ আরও নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: