উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদা জেলার ব্লকে ব্লকে নতুন রাস্তা নির্মাণের সূচনা হল
HnExpress সমীর দাস, মালদা ঃ গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মালদা জেলার বিভিন্ন ব্লকের রাস্তা নির্মাণের সূচনা করা হয়। সেই মত এদিন বিকেলে উত্তর মালদা লোকসভার অন্তর্গত ওল্ড মালদা ব্লকের নারায়নপুরের কেন্দ্রীয় ট্রাক টার্মিনাস নির্মাণের জন্য ১৪ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে শুভ কাজের সূচনা করেন রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।
অনুষ্ঠানে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা শাসক ও জেলার সমাহর্তা কৌশিক ভট্টাচার্য, উত্তর মালদার সাংসদ মৌসম নূর, জেলা পরিষদের সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়োগ কমিটির চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজের সম্মানীয় চিকিৎসক ডাঃ মোয়াজ্জেম হোসেন সাহেব, ইংলিশবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।