উদ্বোধন করা হল তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিলান্যাস

HnExpress অর্নব দেবনাথ,পূর্ব মেদিনীপুর : রাজ্যের মুখ‍্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বোধন করা হল তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর শিলান‍্যাসের অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধীপতি দেবব্রত দাস,

নিজস্ব চিত্র।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার ভি. সলেমান নেশা কুমার, ময়নার বিধায়ক ডাঃ সংগ্রাম দৌলয়, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক, পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি। এছাড়াও উপস্থিত ছিলেন অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্চালক এর ভুমিকায় ছিলেন তমলুক পৌরসভার পৌরপিতা চঞ্চল খাঁড়া।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: