উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে শুরু হল বাংলা সিনেমা “গপ্পো”

HnExpress ভাস্কর বাগচী,শিলিগুড়ি ৪ঠা মে: উত্তরবঙ্গের নায়ক নায়িকাদের নিয়ে হেমন্ত প্রোডাকশনের বাংলা সিনেমার শুটিং শুরু হলো আজ। এই সিনেমায় অভিনয় করছেন বাংলা সিনেমা জগতের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। পরিচালক সুদীপ্ত চক্রবর্তী খুবই উচ্ছসিত এই সিনেমাকে নিয়ে। তিনি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে।

এছাড়া উত্তরবঙ্গের বানার হাটের ছেলে রাহুল রয়েছে নায়কের চরিত্রে, নায়িকার চরিত্রে রিয়া, পাশাপাশি সাধারণ চরিত্রে রিজু, শান্তনু (শিলিগুড়ি) প্রমুখ এই সিনেমায় অভিনয় করছেন। “গপ্পো” সিনেমার প্রযোজক নাজিয়া চক্রবর্তী সংবাদমাধ্যম কে জানান, এই সিনেমার গল্পটি খুবই সুন্দর, গা ছমছমে পরিবেশে প্রচুর রহস্যে মোড়া গল্প। রিলিজ হওয়ার পর যারা এই সিনেমাটি পর্দায় দেখবেন আশাকরি তাদের খুবই ভালো লাগবে।

তিনি আরও বললেন যে, ছবির কাজ মোটামুটি শুরু। আর আশা করা যায় এই বছরের শেষেই সিনেমাটি রিলিজ করা হবে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই সিনেমার বিষয়ে বিস্তারিত ভাবে জানানো হয় হেমন্ত ফিল্ম প্রোডাকশন হাউসের পক্ষ থেকে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: