হালিশহর “ইচ্ছেডানা”র অভিনব প্রয়াস

1

HnExpress দেবাশিস রায় : ইচ্ছেডানা নামটার সঙ্গেই জড়িয়ে কাজের পরিধি। বছরের বিভিন্ন সময় তাই নানারকম সমাজসেবামূলক কাজে জড়িয়ে থাকে ইচ্ছেডানার সদস্যরা। কখনও চিকিৎসা শিবির, কখনও শিক্ষাসামগ্রী প্রদান, আবার কখনও দুঃস্থ মানুষদের বস্ত্র প্রদানের মতো কাজে নিয়োজিত থাকে ইচ্ছেডানা।

শারদ উৎসবের প্রাক্কালে হালিশহর ইচ্ছেডানার সদস্যরা দুঃস্থ শিশুদের হাতে তুলে দেয় নতুন পোশাক। আর নবমীর দিন অর্থাৎ ১৮ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির ৪৯টি পরিবারের হাতে তারা তুলে দিল খাদ্যসামগ্রী। উল্লেখ্য, এই পরিবারের প্রধান উপার্জনকারী মানুষেরা জীবিকার তাগিদে হয় বাঘ বা কুমিরের গ্রাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ওই পরিবারগুলির হাতে একদিনের খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সংকল্প করা হয়েছিল। তা সফল হয়েছে সংস্থার সব সদস্যের সহযোগিতায়।

1 thought on “হালিশহর “ইচ্ছেডানা”র অভিনব প্রয়াস

Leave a Reply

%d bloggers like this: