December 11, 2024

আড়িয়াদহের বিবেকানন্দ সঙ্ঘের উদ্যোগে ভূমি পূজা

0
Img 20180816 Wa0027.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কামারহাটি : আড়িয়াদহ বিবেকানন্দ সঙ্ঘ এর পরিকল্পনায় ৫৮তম বর্ষে নতুন করে পুজোর ভাবনা নিয়ে শুরু হলো ভূমি পুজো। বাগা ডুলি, ঘুড়ি, ডাংগুলি, লুডু, আরো কত রকম ছেলেবেলার খেলার সামগ্রী দিয়ে তৈরি হলো এই ভাবনা। এদের এবারের ভাবনা বা থীম হল “আধুনিকতার বৈভবে, ফিরে দেখার শৈশবে”। সমস্ত ভাবনায় রয়েছে দেবব্রত রায়চৌধুরী, সম্পাদক দেবাঞ্জন দাশগুপ্ত, সৃজনে অপূর্ব সাধন। ভূমি পুজো উপলক্ষ্যে সমগ্র অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে উপস্থিত ছিলেন এলাকার পুরপিতা নবীন ঘোষাল এবং পুরমাতা তথা অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তী সহ কামার হাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা ও উপপুরপ্রধান তুষার চট্টোপাধ্যায়, পুরমাতা দেবযানী মুখার্জী প্রমুখ। এবারের পুজোর থিমের বৈশিষ্ট্যমূলক আকর্ষণ সবার মন কেড়ে বলেই আশা করচ্ছেন পুজো কমিটির উদ্যোক্তারা।

Advertisements

Leave a Reply