আসছে মাসেই চার হাত এক হবে, কারণ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বসিরহাটের সুন্দরী সাংসদ নুসরাত! কিন্তু কে সেই পাত্র?
HnExpress জয় গুহ, বসিরহাট ঃ এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেছেন অভিনেত্রী তথা সদ্য জনগণ মনোনীত সাংসদ নুসরাত জাহান। সদ্য ঘোষিত ফলাফলে রাজ্যের বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এরপর তিনি ধন্যবাদ জানান তার বসিরহাটের বাসিন্দাদের।
দেশের জন্যই তিনি কাজ করবেন বলে জানান সংবাদমাধ্যমকে। তবে এর মধ্যে জনগণের জন্য আরও একটি সুখবর রয়েছে তার ঝুলিতে। সুত্র থেকে জানা গিয়েছে, আসছে জুনেই বিয়ে পিঁড়িতে বসছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জয়ী নুসরাত জাহান। পাত্র হলেন প্রেমিক নিখিল জৈন। কলকাতার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিখিল।
ইতিমধ্যেই মেহেন্দি অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, দেশের বাইরেই ডেস্টিনেশন ওয়েডিং টা হবে তাদের। এখন অপেক্ষা শুধু সানাইয়ের আওয়াজ শোনা। আর বিদেশ বিভুইয়ে তাঁর ওয়েডিং এর জিভে জল আনা মেনুর খবর পেতে হলে অবশ্যই চোখ রাখবেন HnExpress Digital Media এর পাতায়।