আর্থিক প্রতারণার দায়ে ফের মুকুল ঘনিষ্ঠ ছায়াসঙ্গী ধৃত
HnExpress দেবাশিস রায় : প্রায় ২০০ দিনের মাথায় ফের বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুরজিৎ মাহাতো। বাড়ি পুরুলিয়ায়। জানা গেছে আর্থিক প্রতারণার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে মুকুলের শ্যালক সৃজন রায় ওরফে সাজাকে দিল্লি থেকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল বারাকপুর পুলিশ কমিশনারেট। সেই মামলায় জামিনও পান সৃজন। কিন্তু আরও চার-পাঁচটি মামলায় তাঁকে এখনও জেলেই কাটাতে হচ্ছে।
মুকুল রায় যেদিন অর্থাৎ রবিবার তাঁর কাঁচরাপাড়ার বাড়িত বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঠিক তার কিছু সময় পরেই দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় সুরজিৎকে। সেদিন মুকুল স্বীকার করে নেন তাঁর ছেলে শুভ্রাংশুর জীবন সংশয় রয়েছে। বাবা ও ছেলে দুই দলে, এতে কি কোনও সমস্যা হচ্ছে না? এমন অবান্তর প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুভ্রাংশু পরিণত মানসিকতার ছেলে। ওর ব্যক্তিসত্তাও আলাদা। ও তাঁর পছন্দের দল করতেই পারে। ভারতের ইতিহাসে এমন বহু নজির আছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে সুরজিতের গ্রেপ্তারের বিষয়ে মুকুল জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস প্রতিহিংসার রাজনীতি করছে। সরকারে আসার আগে দলের শ্লোগান ছিল বদলা নয়, বদল চাই। আর এখন তা বদলে হয়েছে মমতার বিরোধিতা করে আমার সঙ্গে থাকলেই বদলা চাই।
সুরজিতের গ্রেপ্তার প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় বলেন, চার বছর আগের করা অভিযোগের ভিত্তিতে এখন গ্রেপ্তার করা হচ্ছে কেন? তখন গ্রেপ্তার করা হয়নি কেন? তার ব্যাখ্যাও তিনি দেন। বলেন, দিদিমণি বুঝে গেছেন মুকুল তৃণমূলটাকে ভেঙে গুঁড়িয়ে দেবে। তাই মুকুলের ছায়াসঙ্গীদের গ্রেপ্তার করে তাঁকে দুর্বল করতে চাইছেন। প্রতিহিংসার রাজনীতি করছেন। কিন্তু এসব করে বিজেপিকে রোখা যাবে না