আর্থিক দুরবস্থায় কৃতী ছাত্রীর পড়াশুনো বন্ধের মুখে

HnExpress দেবাশিস রায়, কাঁচরাপাড়া : ২০১৭ সালে কাঁচরাপাড়া ইন্ডিয়ান গার্লস হাই স্কুল থেকে প্রায় ৯০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিল সৌমি দেবনাথ। হালিশহর এবং কাঁচরাপাড়া মিলিয়ে বীজপুরের মধ্যে সেরা দশের তালিকায় জায়গা পেয়েছিল সে। তার বাড়ি কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুরগিপাড়ায়। সম্প্রতি তার বাবা পেশায় লরিচালক সুদীপ দেবনাথ(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে প্রয়াত হয়েছেন। স্বভাবতই সৌমির পরিবারে দেখা দিয়েছে আর্থিক দুরবস্থা। যার দরুন পড়াশুনা ছাড়তে বসেছে সৌমি। তাকে সম্মাননা জানিয়েছিলেন বিধায়কও। কিন্তু সে পর্যন্তই।u

বর্তমানে সে কল্যাণী ইউনিভার্সিটির চাকদা কলেজের ছাত্রী। টেস্টও সে প্রথম স্থান অধিকার করে। কিন্তু আর্থিক দুরাবস্থায় পড়াশোনা বন্ধ হতে চলেছে তার। কোনও সহৃদয় ব্যক্তি বা সংগঠন যদি সহযোগিতার উদার হাত প্রসারিত করেন তবে হয়তো তার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব। আশাকরি বিষয়টি বিবেচনা করে অনেকেই এগিয়ে আসবেন সৌমির শিক্ষার অগ্রগতির দিকে তাকিয়ে। ব্যক্তিগত ভাবে আমি ও আমরা সীমিত ক্ষমতায় সৌমির পাশে আছে। এখবর পড়ে আশাকরি শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা এগিয়ে আসবেন। আসুন সকলের সহযোগিতায় সৌমির শিক্ষার বিষয়ে সাহায্য ও সহমর্মিতা জানাই।

সংযোজন : আর্থিক সহযোগিতার জন্য ৯৮৮৩২৮৭৭৪১ নম্বরে যোগাযোগ করতে পারেন।

ছবি : তারকচন্দ্র দাসের সৌজন্যে প্রাপ্ত।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: