আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষকে বিদ্যুতের সংযোগ দিলেন যুবকর্মীরা
HnExpress দেবাশিস রায়, হালিশহর : শারদ উৎসবে নতুন জামাকাপড়ের পর এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের বাড়িতে বিদ্যুতের সংযোগ দিলেন যুবকর্মীরা। ঘটনাটি হালিশহর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। এদিন কল্পনা সরকারের হাতে এই বিদ্যুৎ সংযোগের কাগজপত্র তুলে দেওয়া হয়।
জানা গেছে, হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অংশুমান রায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর্থিক ভাবে পিছিয়ে পড়া এবং দুঃস্থ মানুষের হাতে নতুন ইলেক্ট্রিসিটি কানেকশন তুলে দেওয়া হল শুক্রবার, ১২ই অক্টোবর।
প্রসঙ্গত, সারা পাড়ায় যখন বিদ্যুতের আলো ঝলমল করে তখন কল্পনাদেবীর বাড়িতে ভূতুড়ে অন্ধকার। দারিদ্রতার কবলে পড়ে তার ছিল না কেরোসিন তেল কেনার মত সামর্থ্য। আর তা দেখেই পাড়ার কিছু যুবককে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানে উদ্যোগী হন এলাকার যুব সমাজ। আর তার দরুন চন্দ্রোদয় হল কল্পনাদেবীর ভূতুড়ে বাড়ির।
চন্দ্রোদয় চক্রবর্তী, তাঁর নামের সঙ্গেই জড়িয়ে আছে সমাজে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের ঘরে আলো জ্বালার ব্রত। মূলত তাঁরই পরিকল্পনায় স্বরূপ গাঙ্গুলি, চন্দ্রা রায়, মমতা -সহ তৃণমূল যুব ও মহিলা কর্মীদের সহযোগিতায় সম্পন্ন হয় এই মহতী কাজ।