আমডাঙ্গা থানার ও.সি -র উদ্যোগে প্রায় ১.৫কি.মি পায়ে হেঁটে সেভ লাইফ সেভ ড্রাইভ”কর্মসূচি” পালিত হলো

HnExpress মো: মনিরুজ্জামান,আমডাঙ্গা : গতকাল সকাল ১০:৩০ মিনিট নাগাদ আম ডাঙ্গা থানার ও.সি_র তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছিল এক”সেভ লাইফ সেভ ড্রাইভ”কর্মসূচি।
গাড়ি চালানোর কয়েকটি সতর্কতামূলক বার্তা নিয়ে আয়োজন “সেভ লাইফ_সেভ ড্রাইভ”,এর বার্তাগুলি ছিল যথাক্রমে,_
✓ট্রাফিক আইন মেনে চলুন,নিজে বাঁচুন অন্যকে বাঁচান ।
✓মদ্যপ বা নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাবেননা ।
✓মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হবেননা ।
✓যে কোনো বাঁকের সামনে গাড়ির গতি কমান ও সাবধানতা অবলম্বন করুন ।
✓মোটর বাইক এ দুজনের বেশি চড়বেননা,
এছাডাও আরো কয়েকটি শর্ত ছিল এই কর্ম সূচীর বিষয়বস্তু ।
এই কর্মসূচি আরম্ভ হয় আম ডাঙ্গা থানা চত্বর থেকে প্রায় ১.৫ কিমিপায়ে হেঁটে ৩৪নং জাতীয় সরক এর ধার দিয়ে B.D.O অফিস এর ভিতর পর্যন্ত।পড়ুয়াদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
এই “সেভ লাইফ সেভ ড্রাইভ ” কর্মসূচী তে উপস্থিত ছিলেন উদ্যোক্তা আমডাঙ্গা থানার ও .সি মাননীয় তুষার কান্তি বিশ্বাস মহাশয়,
উপস্থিত ছিলেন D .S .P হেড কোয়ার্টার মাননীয় শুভাশিস চৌধুরী, উপস্থিত ছিলেন A.S.I মাননীয় দেবাশীষ পাল, S.I মাননীয় ফেরদৌস হালদার,অসংখ্য সিভিক ,কনস্টেবল,আম ডাঙ্গা হাই স্কুলের শিক্ষক শ্রী বাচ্চু সরদার, আম ডাঙ্গা চিলড্রেন গাইড স্কুলের কর্ণধার মাননীয়া মৃদুলা পাত্র (ভট্টাচার্য)।
এছাড়াও উপস্থিত ছিলেন আম ডাঙ্গা চিলড্রেন গাইড স্কুল ও আম ডাঙ্গা হাই স্কুল এর “শ” তিনেক পড়ুয়া।
আম ডাঙ্গা B.D.O অফিস এর মেন গেট এর ভিতর পর্যন্ত গিয়ে ১১:৩০নাগাদ,অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়,তারপর পড়ুয়া দের বিস্কুট খেতে দেওয়া হয়, ছাত্র_ছাত্রীদের উৎসাহের মধ্য দিয়ে তাদের কে “সেভ লাইফ সেভ ড্রাইভ”এর সম্পর্কে সচেতনতার বার্তা শেখানো হয়। এর পর প্রশাসনিক তরফ থেকে ট্রেকার গাড়ি করে তাদের স্কুল এ পৌঁছে দেওয়ার সু বন্দ_ ব্যাবস্থা করা হয়। অন্যন্য দিনের মতো তারা আবার স্কুল এ গিয়ে পড়াশুনো শুরু করে..।।