January 15, 2025

আমডাঙ্গা কাণ্ডে ২টি দেশিও পিস্তল সহ ধৃত আরও ১

0
Advertisements

HnExpress মো: মনিরুজ্জামান, আমডাঙ্গা : আমডাঙার তাড়া বেরিয়া গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে গত ২৯ শে আগস্ট থেকে যেভাবে তৃণমুল-সিপিআইএম সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েছে, তাতে করে বেশ কয়েকজনের মৃত্যুও পর্যন্ত ঘটেছে। আর তার পর থেকেই চলছে এলাকায় জোর কদমে পুলিশি টহলদারি। কয়েক জন দুষ্কৃতীকে এই ঘটনায় আটকও করেছিল পুলিশ।

পুলিশ সূত্রে খবর গতকাল দুপুর ২:৩০ নাগাদ তাড়াবেরিয়া এলাকা থেকে ২টি দেশিও পিস্তল সহ বছর ১৯ এর সুলতান আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়েছিল, এমনটাই পুলিশ সূত্রের খবর। দুষ্কৃতী যুবকটিকে আটক করে আম ডাঙ্গাথানার পুলিশ।।

তবে এই ঘটনায় আর কে কে জড়িত তা নিয়ে পুলিশ এর নজরদারি চলছে।

Advertisements

Leave a Reply