আবৃত্তি সমন্বয় পরিষদ-এর প্রথম নিবেদন নৈহাটিতে
HnExpress দেবাশিস রায়, নৈহাটি : আত্মপ্রকাশ করলো “বাংলা আবৃত্তি সমন্বয় পরিষদ”, সমরেশ বসু সভাঘর, নৈহাটিতে। গত শনিবার, ১৫ সেপ্টেম্বর। সদ্য গড়ে ওঠা সুসজ্জিত বাতানুকূল এই সভাঘরটি এদিন কবিতার কলতানে যেন আরো প্রাণিত ও মুখরিত হয়ে উঠেছিল।
উত্তর চব্বিশ পরগনা, নদিয়া আর মুর্শিদাবাদ জেলার আবৃত্তি শিল্পীদের পরিবেশনে অনবদ্য হয়ে উঠেছে অনুষ্ঠানটি। মৃণাল রায়ের হাত ধরে এই সংগঠনের পথ চলা শুরু। বিশিষ্ট বাচিক শিল্পী অরুণ ভট্টাচার্য, সরিৎ কুমার মিত্র, বিপাশ কুরীকে এদিন সম্বর্ধনা জানানো হয়। দিনটি ছিল এককথায় বাচিক শিল্পীদের মিলনোৎসব। স্বরসপ্তক-এর নিবেদনে ছিল একটি কবিতা আলেখ্য।
আগামীদিনে এই সংগঠনের ব্যাপ্তি, এই ধরনের অনুষ্ঠান ও বাচিকচর্চায় নানা দিকের কাজকর্ম চলতে থাকবে বলেও জানানো হয়েছে। বিভিন্ন দিকে বা জেলায় জেলায় তার কর্মকাণ্ড চলবে। এদিন অত্যন্ত সুচারুভাবে সব দায়িত্ব সামলেছেন মধুসূদন মণ্ডল। তিনি জানান, পরবর্তী নিবেদন কলকাতায় অনুষ্ঠিত হবে ৪ঠা অক্টোবর।