আবুধাবিতে নজির গড়লেন সুনীল ছেত্রী

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ এএফসি এশিয়ান কাপে থাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে দেশের জার্সিতে গোলের নিরিখে আর্জেন্টিনিয় তারকা লিওনেল মেসিকে টপকে গেলেন ভারতীয় তারকা সুলিন ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে বর্তমান ফুটবলারদের তালিকায় এখন দুই নম্বরে রয়েছে সুনীল। আর সবার ওপরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ভারতের হয়ে সুনীলের গোলসংখ্যা এখন ৬৭, আর্জেন্টিনার হয়ে মেসির গোল ৬৫, আর পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা ৮৫। তবে এই হিসাব শুধুমাত্র বর্তমানে যারা দেশের হয়ে খেলছেন তারই নিরিখে।

সর্বকালের রেকর্ড হিসাবে দেশের জার্সিতে সবচেয়ে বেশি গোল করে তালিকায় সবার ওপরে রয়েছেন ইরানের আলি দেই। ১৪৯ ম্যাচে ১০৯ টি আন্তর্জাতিক গোল রয়েছে তাঁর দখলে।

সুত্র ঃ সোশ্যাল মিডিয়া।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: