আবার বিধ্বংসী আগুনে ভস্মীভূত গেঞ্জির রঙের কারখানা

HnExpress অলোক আচার্য, নিউবারাকপুর : প্লাস্টিক চেয়ার কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লেগে কার্যত একই এলাকায় প্রান হারিয়েছিলেন পাঁচজন। ঠিক একই এলাকায় গেঞ্জির রঙের কারখানায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হলো বেশকয়েক লক্ষাধিক টাকার সম্পত্তি। তবে কোনো হতাহত হয়নি। কোনো প্রানহানি বা কারো নিখোঁজ হওয়ায় খবরও নেই। কেউ আটকে পড়েননি কারখানার ভেতরে। এই ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার গভীর রাতে। নিউ বারাকপুর থানার অন্তর্গত বিলকান্দা ২নং গ্রাম পঞ্চায়েতের অধীন বোদাই নারকেল বেড়িয়া গেঞ্জির রঙের কারখানায়। ঘটনাস্থলে ১৫টি দমকলের ইজ্ঞিন আসে আগুন লাগার খবর পেয়েই।গতকাল অর্থাৎ শুক্রবার ভোরে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি ততক্ষনে মাত্রা ছাড়িয়ে গেছে। প্রথমে গেঞ্জির রঙের একটি কারখানায় আগুণ লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়ায় পাশাপাশি আরও অন্য দুটি কারখানায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করে বাশঁ ও টিনের শেড। ঘটনাস্থলে ছুটে আসেন নিউ বারাকপুর থানার পুলিশ ও মধ্যমগ্রাম – কলকাতা সেন্ট্রাল জোন সহ মোট ১৫টি দমকলের ইজ্ঞিন। ছুটে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস সহ স্হানীয় তৃণমূল নেতৃত্বরা। বিশ্বস্ত সূত্রে খবর কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ও তার কারণেই আগুন আয়ত্তে আনা দু:সাধ্য হয়ে ওঠে।
তবে দমকলকর্মীদের তৎপরতায় কমে আসে আগুনের প্রাবল্য। কিন্তু এলাকাবাসীদের ক্ষোভ যে ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই কারখানাগুলি অনুমোদন পেল কি করে? যেখানে এক বছরেই কয়েক মাসের ব্যবধানে ঘটেছে একাধিক অগ্নিকাণ্ড। অন্যদিকে দমকলমন্ত্রী জানান দুর্ঘটনার তদন্ত করা হবে। কারখানার বৈধ কাগজপত্র ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। এলাকাবাসীর ক্ষোভের সাথে মিশ্রিত প্রশ্ন তাদের নিরাপত্তার নিয়ে, প্রশ্ন উঠেছে আইনি অনুমোদন ও বৈধতার।