আবারও পোল্ট্রি মুরগির দাম নিম্নমুখী হলো নদিয়ার কৃষ্ণনগরের আমিন বাজারে
HnExpress ৩১শে মার্চ, সুদীপ ঘোষ, নদীয়া : আবারও পোল্ট্রি মুরগির দাম নিম্নমুখী হলো নদিয়ার কৃষ্ণনগরের আমিন বাজারে। গত সপ্তাহে বেশ কিছুটা চড়া দাম ছিল পোল্ট্রি মুরগির। কিন্তু সেই চড়া দাম ধরে রাখতে পারলো না এক সপ্তাহও। গত সপ্তাহে মুরগির দাম প্রায় ছিল ১৮০ থেকে ২০০ টাকা কিলো পিছু। কিন্তু আজ সকাল থেকেই দাম অনেকটাই কমে আসে, কাটা ৮০ টাকা ও গোটা ৫০ টাকা কেজি পিছু।
তবে আজ দাম কমতেই ভিড় বাড়তে শুরু করে পোল্ট্রি মুরগির দোকান গুলিতে। আর সবথেকে আশ্চর্যের বিষয় পোল্ট্রি মুরগির দাম কমতে হু হু করে বিক্রি হতে শুরু করে পোল্ট্রি মুরগি এবং তার শেষ হতে মাত্র সময় লাগে ঘন্টা দুয়েক। কেন বা কি কারনে এই পোল্ট্রি মুরগির দাম আবার কি করে নিম্নমুখী হল তা কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু মানুষজন মনে করছেন গুজবের কারণেই এই পোল্ট্রি মুরগির দাম আবার কমে এসেছে।