আবারও পাকিস্তানের ড্রোন ভারতের আকাশে, দুটি সুখোই নিয়ে ধাওয়া
Advertisements
HnExpress ওয়েবডেক্স, পাঞ্জাব ঃ পুলওয়ামার নৃশংস ঘটনার পর ভারত আর পাকিস্তানের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এর মধ্যেই পাকিস্তানের অবস্থাও খারাপ হতে শুরু করেছে আস্তে আস্তে। এরপরই ভারতীয় বায়ুসেনা বাহিনী পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইকের জঙ্গি মৃত্যুর কথা অস্বীকার করেছে তারা।
কিন্তু গতকাল, অর্থাৎ সোমবার সকালে পঞ্জাবের খেমকরন সেক্টর এলাকায় ভারতের আকাশে দুটি পাকিস্তানী ড্রোন দেখতে পায় ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা। আর এরপরেই ভারতীয় বায়ুসেনা থেকে দুটি সুখোই -30এমকেআই যুদ্ধবিমানকে তরিঘরি পাঠানো বিষয়টি খতিয়ে দেখার জন্য। কারণ বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও ধ্বংসের খেলায় মত্ত জঙ্গি গোষ্ঠী তৈরির আড়ত পাকিস্তানকে আর বিশ্বাস করা যাবে না।
তথ্যসূত্র ও ছবি : বায়ুসেনার ট্যুইটার।
Advertisements