আবারও এক রাজনৈতিক প্রতিহিংসার শিকার হলেন কোচবিহারের সাংবাদিক

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : আবারও রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হলেন কোচবিহারের এক সাংবাদিক। শনিবার, কোচবিহার দেওয়ানহাট এর সাংবাদিক তুষার দেবের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এদিন সাংবাদিকের বাড়িতে এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় গোটা সাংবাদিক মহলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এর তীব্র নিন্দা করে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবী তোলা হয়েছে।

কনফেডারেশন অফ সিকিম এন্ড নর্থবেঙ্গল জার্নালিষ্ট, কোচবিহার প্রেস ক্লাব, কোচবিহার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান হয়েছে।
সুত্রের খবরে জানা গেছে, সাংবাদিক তুষার দেবের কাকা একজন তৃণমূল সমর্থক। তাই তার বাড়িতেই মূলত হামলার ছক ছিল। কিন্তু লাগোয়া বাড়ি হওয়ার কারণে তুষারের বাড়িতেও হামলা চালানো হয়। বাড়ির চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই প্রায় ভেঙে ফেলেছে দুষ্কৃতকারীরা।

এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তুষার দেব জানান এদিন সকালে অতর্কিতে হামলা করে কিছু দুষ্কৃতী তার বাড়িতে আক্রমণ চালায়। তিনি সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও কোনভাবেই আক্রমণকারীরা হামলা বন্ধ করেনি। বিষয়টি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, লিখিতভাবে অভিযোগও দায়ের করা হচ্ছে।এখনো পর্যন্ত লিখিত অভিযোগ না হলেও ঘটনাস্থলে পৌঁছেছে কোতোয়ালি থানার পুলিশ। জেলা পুলিশ সুপার অমিত কুমার সিং এদিন জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হবে।

অন্যদিকে খবর পেয়ে ঘটনা স্থলে এসে পৌছান কোচবিহার প্রেস ক্লাবের সম্পাদক সুমনকল্যাণ ভদ্র। তিনি জানান অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটি। যে বা যারা এই ধরনের জঘন্যতম কাজ করুক না কেন পুলিশ প্রশাসন তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিক এটাই আমাদের সাংবাদিক সংগঠনের দাবি। নইলে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জেলার মুখ্য প্রশাসন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসতেও বাধ্য হব আমরা।

এভাবে অনেক হেনস্থা বা বিপদের সম্মুখীন হয়েছি আমরা জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে। কিন্তু আর না, আর এভাবে মুখ বুজে চুপ করে এমন অন্যায় ঘটনা মেনে নেওয়া যাবে না। কোচবিহার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও সাংবাদিকদের একটি দল এদিন ঘটনা স্থলে গিয়ে সাংবাদিকের পাশে দাড়ান। সংগঠনের পক্ষে রাজিব বর্মণ বললেন যে, সাংবাদিকদের উপর আক্রমন আর কোন ভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহন না করলে সম্মেলিত ভাবে এর প্রতিবাদে আন্দোলনে নামা হবে।

Leave a Reply

%d bloggers like this: