আন্দুল ষ্টেশনের ওভার ব্রিজের কাজ চলছে ক্যাটারারের বোর্ড টাঙ্গিয়ে

HnExpress বাপ্পাদিত্য ঘোষাল ও আক্তারুল খান, হাওড়া : দক্ষিণ-পূর্ব রেলের আন্দুল স্টেশনে টিকিট কাউন্টার থেকে বেরিয়ে ডাউন ও আপ লাইনে ট্রেন ধরতে গেলে ১ নং প্ল্যাটফর্ম থেকে ওভার ব্রিজ ধরে ডাউন ও আপ লাইনে যেতে হয়। ১ নং প্ল্যাটফর্ম থেকে দুটি সিঁড়ি আছে ওভার ব্রীজে ওঠার জন্য। সম্প্রতি এক দিকের সিঁড়ি বন্ধ রেখে রক্ষণাবেক্ষনের কাজ চলছে।

কিন্তু সাধারণ যাত্রীদের প্রশ্ন হচ্ছে, রক্ষণা বেক্ষনের কাজ করতে গেলে যে সংস্থা কাজ করে তাকে একটি নোটিশ বোর্ড টাঙ্গিয়ে ওই জায়গার অংশটিকে ঘিরে দিয়ে কাজ করতে হয়। যাতে কোনো রকম ওই জায়গাটি দিয়ে সাধারণ মানুষ চলাচল না করে। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে একটি ক্যাটারার সংস্থার বোর্ড দিয়ে ঘিরে কাজ চলছে। প্রশ্ন হচ্ছে রেলের গাফিলতিতেই কি এই ধরনের কাজ চলছে? সাধারণ যাত্রীরা রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: