আজ বসন্ত বিবসনা
HnExpress অন্যরকম, দিব্যেন্দু ঘোষ ঃ গোধূলি বেলায় পলাশরঙা বিকেল যখন ঢেকে যেতে থাকে নিঝুমপুরের সন্ধ্যা আবেগে, ঠিক তখন মন কেমন করে ওঠে| কামিনী কাঞ্চনে মথিত হতে থাকে মন-চরাচরের শিৎকৃত ধ্বনি| চুম্বনে, ভালবাসায়, রতিলাপে প্রেম জ্বলে ওঠে কামনার কুঞ্চিত কেশে| খোঁপার বুকে টুপ করে ঝরে পড়ে একরত্তি পলাশ ফুলটা| নিঃসীম শূন্যতায় চোখ মেলতেই নজর পড়ে বিবসনা প্রকৃতির প্রকোষ্ঠ|
এক নারী মন যমুনায় ছলাৎ ছলাৎ শৃৎকারে আবিষ্ট হতে হতে যাপনের অন্তরালে বেষ্টন দেয় দুই বাহু| পেলব| মোহধরা| মন ঝাঁপায় শান্তির নিকেতনে| কে জানে কখন, বসন্তের বেহাগ রাগ কেঁপে কেঁপে ওঠে শরীর-সারেঙ্গিতে| দুই হাতের দুই কড়ে আঙুল দুই নারীর ঢেউখেলানো অঙ্গুলিতে বন্দি| কানে কানে ফিসফিসানি, বসন্তের বন্যায় ভাসিব আজ, তোমার দেহান্তরালে সুখ ঠিকানার হদিস পাইতে পাইতে হারায়ে যামু নক্ষত্রখচিত ধূসর আকাশে|
নরন গ্রীবায় মুুখ লুকাইবে তুমি মরদ জওয়ান
দুই কপোতির কোমল গান্ধারে|
উত্তাল দেহতটে ঢেউয়ের ঝাপটা আসিবে পড়ি
তোমা হেন এ বসন্ত নাহি পারে জাগ্রত হতে
পলাশরঙা গুলালের মুগ্ধতায় খোঁপা খুলে পড়ে
বিবসনা প্রকৃতির মাঝে তুমিও বিবসন,
আমাতে লুটায়ে দাও সহ্যের আবেশ
ঘনঘোর নিঃশ্বাসে তুমি আজ আমাদের দাস|
মায়াবীথি| বসন্তের নতুন প্রেম| বোলপুর স্টেশনের কু ঝিকঝিক| শান্তিনিকেতন যে এভাবে ডাকে, তা কে জানত| পাকা রাস্তার পাশে দুই কাঁচা তরুণী| কার প্রতীক্ষায় কে জানে| মন উড়ে যায় বসন্তের ভালবাসার বাতাসে| হঠাৎ দুই হাত অন্য দুই হাতে বন্দি|
আমি কুহু|
আমি কেকা|
…………..আর আমি বোকা
কে করে এমন মূর্খতার প্রকাশ|
বসন্তের রং যে এভাবে শরীর-মনে লেপ্টে যায়, তা কে জানত| হালকা শিরশিরানি| বুকের বামদিকে নিষিদ্ধ ছটফটানি আর মনজুড়ে বাসন্তিক আতিথেয়তা|
লাল মাটির গ্রাম্য রাস্তায় পলাশ পাপড়ির হুটোপুটি | দুজোড়া চোখে পলাশের মুগ্ধতা আর অনাস্বাদিত আকাঙ্ক্ষার অঙ্কুরোদ্গম|
রং দাও আমারে…দুই হাতে আবির ভরা দুই থালা|
হাতে নিয়ে ফর্সা টুকটুকে গাল রাঙাতেই অধীর অপেক্ষার বাঁধ ভাঙে|
চুম্বনে অতিষ্ঠ হয় ঠোঁট|
প্রায়-খোলা পিঠ নরম আদরে উষ্ণ|
হাপরের মতো দুই বুকের উত্থান পতন|
কে সইবে অসহ্য সুখ-যাতনা|
কোমরবন্ধনীতে নিষেধের স্পর্শ|
মোম-বিগলিত শারীরিক মসৃণতা| পিঠে যেন অন্য নারী শরীরের তীব্র আশ্লেষ| আবেগমথিত| কামনা-রহিত|
হঠাৎ বৃষ্টি| এ কেমনতর সৃষ্টি| দুই উত্তুঙ্গ বুকে নিবদ্ধ দৃষ্টি| মনে ফাগুন| দুই মুঠিতে ভরা আগুন| নিশ্চিন্ত বৃষ্টিতে বসন্তের কলতান| দু বাহু বেয়ে গড়িয়ে পড়ে প্রেম|
দুই নারী আর শরীরে শানিত তরবারি| আর জংধরা লোহার মাঝে একটুকরো ইস্পাত| শান্তির নিকেতনে জেগে থাকি আমি আর আমার বসন্ত|