তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকে আজ সাংগঠনিক রদবদল
HnExpress রূপা বিশ্বাস ঃ আজকে তৃণমূল কংগ্রেস এর কোর কমিটির পক্ষ থেকে ডাকা বৈঠকে সাংগঠনিক রদবদল করা হল। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক নতুন সেই রদবদল পর্বে কে কোন্ দায়িত্বে বহাল হলেন।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ৫ জন মুখপাত্র হলেন, শুভেন্দু অধিকারী, মহুয়া মৈত্র, ব্রাত্য বসু, রাজীব বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য।
• উত্তর থেকে দক্ষিণ সব জেলার নজরদারির দায়িত্বে থাকছেন শুভেন্দু অধিকারী।
• মালদার পর্যবেক্ষক করা হলো সাধন পান্ডে ও গোলাম রব্বানিকে।
• নদিয়া জেলার পর্যবেক্ষক হিসেবে বহাল হলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
• সংখ্যালঘু সেলের সভাপতি হলেন সিদ্দিকুল্লা চৌধুরী।
• বঙ্গজননী গঠনের দায়িত্বে বহাল হলেন কাকলি ঘোষদস্তিদার।
• জয়হিন্দ বাহিনীর সভাপতি করা হলো কার্তিক বন্দ্যোপাধ্যায়কে, আর চেয়ারম্যান ব্রাত্য বসু, ভাইস চেয়ারম্যান হলেন ইন্দ্রনীল সেন।
সুত্রের খবর, আগামী ৭ই জুন থেকে প্রতি সপ্তাহেই তৃণমূল ভবনে সমস্ত জেলার বুথস্তরের কর্মীদের সাথে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।