আচমকা ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা

HnExpress ওয়েদার রিপোর্ট, রূপা বিশ্বাস ঃ আজ সকালে হটাৎই ভূমিকম্পের ফলে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সূত্রের খবর অনুযায়ী, রিখটার স্কেলে সেই অনুভূত কম্পনের লাগবে মাত্রা ছিল ৪.৮! তথ্য অনুসারে এই ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানির খবর পাওয়া যাইনি এখনো।
তবে এই ভূমিকম্পের ফলে কেঁপে উঠেছে দক্ষিণবঙ্গ এর বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বিষ্ণুপুর, দুর্গাপুর। এছাড়াও উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ সংলগ্ন বহু এলাকাতেও মৃদু কম্পন অনুভূত হয়। আজ সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ এই ভূমিকম্প শুরু হয়, যদিও কম্পনের মাত্রা কম থাকার কারনে তেমন কোনও ক্ষয় ক্ষতি হয়নি বলেই সূত্রের খবর।