নিউব্যারাকপুর স্টেশনের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : আগ্নেয়াস্ত্র সহ এক প্রৌঢ়কে গ্রেপ্তার করল নিউব্যারাকপুর থানার পুলিশ রবিবার দুপুরে, স্টেশনের সামনে থেকে। পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম তপন সাহা, বয়স ৫০ বছর। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার প্রফুল্লনগরের নতুন গ্রামে, কামিনী কুমার গার্লস স্কুলের সামনে। বাবার নাম প্রয়াত মনোরঞ্জন সাহা। ধৃতের কাছ থেকে ছয়টি ওয়ান সাটার মেশিন এবং ২০টি গুলি উদ্ধার করেছে পুলিশ। নিউব্যারাকপুরে কার কাছে বিক্রি করতে এসেছে তা পরিষ্কার করে বলা সম্ভব নয়। জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিউব্যারাকপুর স্টেশনের সামনে থেকে ব্যাগভর্তি ছয়টি মেশিন ও ২০ টি কার্তুজ উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায়। ভারতীয় দন্ডবিধি আইনের আর্মস্ অ্যাক্টের ধারায় ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কেস নং- ৩১৮। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঐ ব্যক্তির পিছনে আর কে কে আছে বা কারা এই চক্রের মাথার ওপর বসে রয়েছে, তা জানতে পুলিশ দফায় দফায় স্টেশন চত্বরে তল্লাশি চালায় এবং এখনও তার চিরুনী তল্লাশি চলছে। ঐ অস্ত্র পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে ব্যবসার মূল পান্ডার সন্ধান করতে চেষ্টা করছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও নিউব্যারাকপুর থানার পুলিশ। আশা করা হচ্ছে, শীঘ্রই অস্ত্র পাচারচক্রের মূল চাঁইকে ধরা সম্ভব হবে।

1 thought on “নিউব্যারাকপুর স্টেশনের সামনে থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: