November 12, 2024

আগুনে ভস্মীভূত ছয়টি পরিবারকে আর্থিক অনুদান দিল নিউব্যারাকপুর পৌরসভা

0
Advertisements

HnExpress অলোক আচার্য, নিউব্যারাকপুর : নিউব্যারাকপুর রেললাইন বস্তিতে আগুনে ভস্মীভূত ছয়টি পরিবারকে আর্থিক অনুদান তুলে দিল নিউব্যারাকপুর পৌরসভা। শুক্রবার বিকেলে পৌরপ্রধান নিজ হাতে পরিবারের মালিকদের দশ হাজার টাকার চেক তুলে দেন। এদিন পৌরভবনে উপস্থিত ছিলেন নিউব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তৃপ্তি মজুমদার, উপপৌরপ্রধান মিহির দে, পুরদলনেতা প্রবীর সাহা সহ পৌরসভার বিভিন্ন পুরপ্রতিনিধিগণ। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রেললাইন বস্তির চারটি বাড়ি এবং দুটি দোকান ভয়াবহ অগ্ন্যুৎপাতে ভস্মীভূত হয়ে যায়।

পৌরপ্রধান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেন এবং প্রতিশ্রূতি দেন তাদের পাশে তিনি আছেন, থাকবেন। গতকাল সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হল। পুরপ্রধান তৃপ্তি মজুমদার বলেন মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের প্রধান কাজ। দুঃস্থ পরিবারের আর্থিক সাহায্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয়টি পরিবার পিছু প্রত্যেককে দশ হাজার করে অর্থ সাহায্য তুলে দেওয়া হল। পুরসভা অসহায় দুঃস্থ পরিবারের পাশে রয়েছে আর থাকবে সবসময়, এমনি অঙ্গীকার তাদের। কারণ তাদের মূল লক্ষ্য পুর এলাকার সার্বিক উন্নয়ন। প্রসঙ্গত, খুব শীঘ্রই নিউব্যারাকপুর থেকে তারাপীঠগামী বাস চালু হবে।

Advertisements

Leave a Reply